• সোমবার , ২০ জানুয়ারী ২০২৫

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় বিএনপি নেতা তানভীরের ছেলে ইরাদ পাকরাও


প্রকাশিত: ৩:৩২ পিএম, ২৩ ফেব্রুয়ারি ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৪৮ বার

স্টাফ রিপোর্টার  :  বিএনপির সাবেক নেতা তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ইরাদ আহমেদকে erad-arrrest-www.jatirkhantha.com.bdগ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিট তাকে গ্রেফতার করে।

ডিএমপির জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান  জানান, ইরাদ আহমেদকে বৃহস্পতিবার সকালে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও তথ্য বিকৃতি করে ফেসবুকে প্রচারের অভিযোগ রয়েছে ইরাদের বিরুদ্ধে । এছাড়াও তার বিরুদ্ধে আরও ৪টি মামলা রয়েছে বলে জানান মাসুদুর রহমান।এসব মামলায় তাকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।