• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা দিতে-অস্ত্রসহ যুবলীগ নেতা সেলিম খান পাকরাও


প্রকাশিত: ৭:৩৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৭৯ বার

 

স্টাফ রিপোর্টার : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে অস্ত্রসহ এক যুবলীগ নেতাকে আটক করেছে arrest-salim-khan-www-jatirkhantha-com-bdপুলিশ। তাঁর নাম সেলিম খান। তিনি ঢাকা মহানগর উত্তর যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক।

আজ শুক্রবার বিকেলে বিমানবন্দরের ভিআইপি গেট এলাকা থেকে সেলিমকে পিস্তলসহ আটক করা হয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জাতিরকন্ঠকে বলেন, সেলিম খানের কাছে একটি পিস্তল পাওয়া গেছে।

সেলিম পুলিশের কাছে দাবি করেন, ওই অস্ত্রটির লাইসেন্স রয়েছে। আটকের পর তাঁকে থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।