• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

‘প্রতিরাতেই এখানকার নায়িকাদের পোশাক খুলতে হয়-নগ্ন হতে হয়’


প্রকাশিত: ৫:৪৭ পিএম, ১২ মে ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৩৫৩ বার

বিনোদন রিপোর্টার :  টালিগঞ্জের নায়িকা কোয়েলের এক বিস্ফোরক মন্তব্য নিয়ে তোলপাড় চলছে। koyel mollick-www.jatirkhantha.cim.bdkoyel mollick-www.jatirkhantha.cim.bd.1তার আসন্ন সিনেমা ‘বহুদিন পর’ নিয়ে বুধবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রতিরাতেই এখানকার নায়িকাদের পোশাক খুলতে হয়, নগ্ন হতে হয়।’ তার এইবক্তব্যের পরে রীতিমতো হইচই পড়ে গেছে রুপালি জগতে।

ওই সাক্ষাৎকারে নানা প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিকরা। এরই এক পর্যায়ে কোয়েল বলেন, ‘দেখুন প্রতিদিনই আমাদের নগ্ন হতে হয়। এতে লুকোচুরির কিছু নেই। তবে আমাদের তো অভিনয়েই সব। সুতরাং অভিনয়ের জন্য নগ্নতাকে সামনে আনতেও কোনো অসুবিধা নেই।’

বর্তমানে নতুন একটি ছবির কাজ নিয়ে ব্যস্ত কোয়েল। আবীরের সঙ্গে জুটি বেঁধে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘বহুদিন পর’ ছবিতে ফিরছেন তিনি। তার ভক্তদের জন্য অবশ্যই এটা দারুণ খবর। আর এই মুভির সাক্ষাৎকারের সময় উঠে আসে কোয়েলের আনকাট কিছু ভার্সন।