প্রকৌশলী জাফরকে ফেলে এবার ৫৩ বছরের শাকিলা বিয়ে করলেন রবিকে
এস রহমান : প্রকৌশলী জাফরকে ফেলে এবার ৫৩ বছরের শাকিলা বিয়ে করলেন রবিকে।’ পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় খ্যাত’ সেই শাকিলা এবার বিয়ে করলেন আরেক প্রকৌশলী রবি শর্মাকে।
শাকিলার স্বজনরা জানান, দিল্লির কবি রবি শর্মাকে জীবনসঙ্গী করেছেন সংগীতশিল্পী শাকিলা। ঘরোয়া আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেন এই শিল্পী। শাকিলা জানান, ‘অনেক দিন ধরেই রবিকে আমি চিনেছি, জেনেছি। ও আগাগোড়াই একজন ভালো মানুষ। একজন ভালো কবিও। আমাদের বোঝাপড়াটা ভালো।
আমিও একা ছিলাম। পারস্পরিক সমঝোতায় বিয়ে করার সিদ্ধান্ত নিই। আমার পরিবারের সবাই রবিকে খুবই পছন্দ করেছেন।
রবি শর্মা পেশায় তড়িৎ প্রকৌশলী। এছাড়া তার বড় পরিচয় তিনি কবি। সম্প্রতি ভারতীয় টাইমস মিউজিক প্রকাশিত অ্যালবাম ‘মুনলাইট হুইস্পারস’-এ তার গীতি কবিতায় কণ্ঠ দিয়েছেন রেখা ভরদ্বাজ, উদিত নারায়ণ, মহালক্ষ্মী আইয়ার, জাভেদ আলী ও বিবেক প্রকাশ। তিনি সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত। ঢাকায় দুই পরিবারের সদস্য, অভিভাবকদের উপস্থিতিতে ঘরোয়াভাবে বিয়ে করেছেন তারা এবং ঢাকাতেই নতুন সংসার পেতেছেন।
এর আগে একবার বিয়ে করেছিলেন মধ্যবয়সী এই কণ্ঠশিল্পী। এ বিষয়ে তিনি বলেন, ‘সাবেক স্বামীর সঙ্গে ঝগড়া বা অন্য কোনো কারণে বিচ্ছেদ হয়নি আমার। তার সঙ্গে এখনও স্বাভাবিক ও সম্মানজনক যোগাযোগ বজায় আছে।’
তিনি হতাশ কণ্ঠে আরও বলেন, ‘আমার অতীত জীবন নিয়ে কয়েকটি সংবাদ মাধ্যমে যা ছাপা হয়েছে, তা সঠিক না। আমি হতবাক এবং খুব হতাশ, আমার সঙ্গে কথা না বলে সম্পূর্ণ ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে এবং যদি ঘটনাগুলো সত্যি লিখতো তাও মেনে নিতাম।’
এখন সংসার এবং গান চর্চায় ব্যস্ত থাকবেন বলে জানালেন শাকিলা। আপাতত অ্যালবাম নিয়ে কোনো পরিকল্পনা নেই।আশির দশকে পেশাদার সংগীত জীবন শুরু করা শাকিলার সংগীতগুরু ছিলেন ওস্তাদ ইয়াসিন খান, ওস্তাদ মিথুন দে প্রমুখ।
আশি ও নব্বইয়ের দশক জুড়ে তার গাওয়া ‘ভুলিতে পারি না তারে ভোলা যায় না’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়’, ‘তুলা রাশির মেয়ে মিথুন রাশির ছেলে’ গানগুলো মাতিয়ে রেখেছিলো শ্রোতাদের।প্রসঙ্গত, আগামী বছরের ফেব্রুয়ারিতে ৫৪ বছর পা দেবেন শিল্পী শাকিলা জাফর। আর রবি শর্মার বয়স ৫৩ বছর।