• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

প্রকাশ্যে শ্যুটিংয়ে নায়িকার পোশাক খুললেন পরিচালক-


প্রকাশিত: ৬:১৭ পিএম, ১৮ মে ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৬২ বার

বিনোদন রিপোর্টার  :  প্রকাশ্যে শ্যুটিংয়ে নায়িকার পোশাক খুললেন এবার পরিচালক-। শ্যুটিং চলাকালীন অভিনেত্রীদের কিনা সহ্য করতে হয়। সহ-অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে সাবলীল থাকা, বিভিন্ন দৃষ্টিকটু দৃশ্যে অভিনয় করা থেকে শুরু করে 111কত কিছু।

তবে এমন ঘটনা মোটেই কাম্য নয়। শ্যুটিংয়ের সেটে এক জঘন্য পরিস্থিতিতে পড়তে হল এক অভিনেত্রীকে। শ্যুটিং ফ্লোরে জোর করে তাঁর পোশাক খুলে দেওয়া হল! জঘন্যতম এই ঘটনাটি ঘটেছে কেরলে। 111মালায়লম ছবি ‘ধীবম সাক্ষী’-র শ্যুটিং চলছিল। সেই ছবির শ্যুটিং চলাকালীন জোর করে ছবির নায়িকার পোশাক খুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

থোড়ুপুঝা পুলিস স্টেশানে পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ওই অভিনেত্রী জানিয়েছেন যে, ছবিটির স্ক্রিপ্টে ওরকম কোনও দৃশ্যই ছিল না। শ্যুটিং চলাকালীন হঠাত্‌ই জোর করে তাঁর পোশাক খুলে দেওয়া হয়েছে। স্ক্রিপ্টে এরকম দৃশ্য আছে জানলে তিনি এই ছবিতে অভিনয় করতেন না।

এরকম একটি জঘন্য ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তিনি পরিচালকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন। পুলিস ঘটনাটির তদন্ত করছে।