• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

প্যারিস হামলার নায়ক পাকরাও


প্রকাশিত: ১১:২৯ এএম, ৯ এপ্রিল ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৪৮ বার

আ্ন্তজার্তিক ডেস্ক রিপোর্টার  :  প্যারিসে গত নভেম্বরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িত প্রধান 1সন্দেহভাজন আবরিনি গ্রেফতার হয়েছে। বেলজিয়ামের গণমাধ্যমে একথা জানানো হয়েছে। স্থানীয় পুলিশ জানায়, গত ২২ মার্চ বেলজিয়ামের ব্রাসেলসে যে জঙ্গি হামলা হয়েছিল তাতেও সম্ভবত জড়িত আছেন এই আবরিনি।

সিসিটিভিতে সন্দেহভাজন যে জঙ্গিদের দেখা গেছে তার একজনের সঙ্গে এই ব্যক্তির মিল পাওয়া গেছে। গত ১৩ নভেম্বর প্যারিসের কয়েকটি স্থানে আইএসের হামলায় ১৩০ জন নিহত হয়েছিল। অন্যদিকে ২২ মার্চ ব্রাসেলসে হামলায় নিহত হয়েছিল ৩২ জন। প্যারিস হামলার পর থেকে আবরিনি আত্মগোপনে চলে যান। ব্রাসেলসের আন্দ্রেলেস জেলা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।