• সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪

পৃথীবির বৃহত্তম বিখ্যাত কোরআন মিলেছে ভারতের গুজরাটে


প্রকাশিত: ৮:৪০ পিএম, ২৩ মে ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১০৩ বার

এস রহমান   :   বিশ্বের বৃহত্তম কোরআনের খোঁজ পাওয়া গেল গুজরাটে ।বিশ্বের বৃহত্তম কোরআনের খোঁজ পাওয়া গেল ভারতের গুজরাটের একটি মসজিদে। মসজিদ কর্তৃপক্ষের দাবি তাদের কাছে রাখা পবিত্র কোরআনটি বিশ্বের বৃহত্তম।

কোরআনটি দৈর্ঘ্যে ৭৫ ইঞ্চি, চওড়ায় ৪১ ইঞ্চি। এই কোরআনটি লিখতে যে কালি ব্যবহার করা হয়েছে তা তৈরি করা হয়েছে সুর্মা ও ময়ুরের পালক থেকে। কোরআনের চারপাশ মোড়ানো রয়েছে সোনার কোটিং দিয়ে।

গুজরাটের ভদোদারার এই মসজিদটি আরেকটি কারণে প্রখ্যাত কারণ এই মসজিদের সাথেই যুক্ত আছেন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান এবং তাঁর ভাই ইরফান পাঠান।

এর আগে রাশিয়ার কাজান কোলশরিফ মসজিদের রাখা কোরআনটি বিশ্বের বৃহত্তম কোরআন বলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত করা হয়। স্কটল্যান্ড পেপারে প্রিন্ট করা কোরআনটির পৃষ্ঠাসংখ্যা ৬৩২, ওজন ৮০০ কিলোগ্রাম। কোরআনের মোড়কটিও স্বর্ণ, রূপো সহ বহু দামি রত্ম দিয়ে খচিত।