পুলিশ খুনী আরাভের কেরামতি’র ফাঁদে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব
লাবণ্য চৌধুরী : পুলিশ খুনী আরাভের কেরামতি নিয়ে তোলপাড় চলছে রাজধানীতে। ভয়ংকর এই খুনী আরেকজনকে ফাঁসিয়ে দিয়ে পালিয়ে গেছেন দুবাইয়ে। সেখানে জমজমাজ সোনার ব্যবসা বাগিয়েও নিয়েছেন।সেই খুনীর সোনার দোকান উদ্বোধনে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।গোয়েন্দা সূত্রে জানা গেছে এসব তথ্য।
পুলিশ জানায়, দুবাইয়ে তিনিই এখন সোনার বড় কারবারি। রবিউল ইসলাম আপন ওরফে আরাভ খান নামে এই আসামির স্বর্ণের দোকান উদ্বোধন করতে দুবাই গেছে ক্রিকেটার সাকিব আল হাসান।সেখানে গেছেন হিরো আলমও। জানা গেছে, রবিউল ইসলাম আপন ওরফে আরাভ খান ঢাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) স্কুল অব ইন্টেলিজেন্স পরিদর্শক মামুন ইমরান খানকে হত্যা মামলার ৬ নম্বর পলাতক আসামি। তথ্য নিশ্চিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগ।
হত্যা মামলার এজাহার অনুযায়ী, রবিউল ইসলাম এর আসল নাম হলেও ‘আপন’ ওরফে ‘সোহাগ’ ওরফে ‘হৃদয়’ নামেও তিনি পরিচিত। পুলিশের জমা দেওয়া অভিযোগপত্রে তিনি পলাতক আসামি। পরে পাসপোর্টের নাম পরিবর্তন করে তিনি বিদেশে পালিয়ে যান। নাম নেন আরাভ খান। আইনশৃঙ্খলাবাহিনী সূত্রে জানা গেছে, হত্যা মামলার সাজা থেকে বাঁচতে আবু ইউসুফ লিমন নামে এক তরুণকে বিকেএসপিতে খেলার সুযোগের প্রলোভন দেখান আরাভ। এই প্রলোভনে লিমন আদালতে আরাভের বদলে আত্মসমর্পণ করেন। পরে আদালত লিমনকে কারাগারে পাঠায়। এই ফাঁকে আরাভ ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তার সহায়তায় নকল পাসপোর্ট বানিয়ে দেশত্যাগ করে দুবাইয়ে চলে যায়। পরে বিষয়টি জানাজানি হলে লিমনকে আদালত খালাস দেয়।
এদিকে দুবাইয়ে আরাভ জুয়েলার্স নামে প্রতিষ্ঠানটির উদ্বোধন অনুষ্ঠানে গেছে ক্রিকেটার সাকিব আল হাসান। জানা গেছে, মঙ্গলবার ইংল্যান্ডের সঙ্গে টিটোয়েন্টি সিরিজ ম্যাচ জয়ের পর রাতেই দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সাকিব আল হাসান। খুনের মামলার আসামির দোকান উদ্বোধনে সাকিবের অংশগ্রহণ নিয়ে দুবাইয়ের বাংলাদেশি কমিউনিটিতে বেশ আলোচনা-সমালোচনা চলছে।