• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

পুলিশের গাফিলতি-এবার হাজতখানায় চোরাচালানীর পেট থেকে বেরোল সোনা


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ১৯ জানুয়ারী ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৫৬ বার

1বিশেষ প্রতিবেদক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনটি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করা হয় গত রোববার সকালে। তাঁকে গতকাল সোমবার আদালতে আনা হয়। রিমান্ড শুনানির আগেই তিনি হাজতখানার শৌচাগারে গিয়ে পেট থেকে বের করলেন আরও চারটি সোনার বার।

হাজতখানার দায়িত্বে থাকা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, ওই আসামির নাম আরিফ হোসেন মুন্সী (৩৬)। বিমানবন্দর থানার মামলায় তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করে পুলিশ। রিমান্ডের শুনানির আগে ওই আসামিকে হাজতখানায় রাখা হয়। তিনি হাজতখানার শৌচাগারে যান। বের হওয়ার পর তাঁর আচরণে সন্দেহ হয় পুলিশের। তাঁর প্যান্টের পকেট তল্লাশি করে চারটি সোনার বার উদ্ধার করা হয়।

পরে আসামি আরিফ স্বীকার করেন, ওই সোনার বারগুলো মলদ্বার দিয়ে পেটের ভেতরে রেখেছিলেন। আদালতে পরিচিত কাউকে পেলে বারগুলো পাচার করার পরিকল্পনা ছিল তাঁর।ওসি মুরাদ হোসেন বলেন, হাজতখানায় সোনার বার উদ্ধারের ঘটনায় তিনি বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে আরিফের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।

বিমানবন্দর থানার মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, আরিফ মালয়েশিয়া থেকে রোববার সকালে ঢাকায় আসেন। বিমানবন্দর থেকে বের হওয়ার সময়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা তাঁর দেহ তল্লাশি করে তিনটি সোনার বার উদ্ধার করেন। গতকাল মহানগর হাকিম ইউনুস খান এই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।