• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

পুলিশ প্রধান শহীদুল-র‌্যাবের বেনজীর


প্রকাশিত: ৭:০৯ পিএম, ৩০ ডিসেম্বর ১৪ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৬৩ বার

 

 

শফিক আজিজ.ঢাকা:-benojir-ahmed_Shahidul-www.jatirkhantha.com.bd

 

বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন শহীদুল হক। তিনি হাসান মাহমুদ খন্দকারের স্থলাভিষিক্ত হবেন। শহীদুল হক পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ছিলেন।
এদিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) করা হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদকে। তাঁর জায়গায় ডিএমপির নতুন কমিশনার হয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি আসাদুজ্জামান মিয়া।
এ ছাড়াও পুলিশের বেশ কয়েকটি শীর্ষ পদে রদবদল ঘটেছে।
আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছে বলে ইউএনবির খবরে বলা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজ্জাম্মেল হক খান জানান, পুলিশের বর্তমান আইজি হাসান মাহমুদ খন্দকার ও র‍্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান অবসরে যাওয়ায় ওই দুই পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।