• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

পুরোপুরি বিবসনা ছিলেন দুই সুপার মডেল


প্রকাশিত: ৩:০৫ এএম, ২০ মে ১৫ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১১৭ বার

ket------==============ডেস্ক রিপোর্টার.ঢাকা:/ টাইমস অব ইন্ডিয়া: দুই ব্রিটিশ সুপার মডেল কেট মস এবং কারা ডেলিভিঞ্জনে। তাদের অপ্রকাশিত এক ফটোশুটের ছবি প্রকাশ পাওয়ার পর আলোড়িত ইন্টারনেট। এই দুই সেলিব্রিটির নগ্ন ফটোশুট করেছিলেন ফটোগ্রাফার মার্ট আলাস। সম্প্রতি ইনস্টাগ্রামে তা ছড়িয়ে যায়।

ডেইলি স্টারের রিপোর্টে বলা হয়, ক্রয়ডনে বেড়ে ওঠা কেট মস নাকি পুরোপুরি বিবসনা ছিলেন। তবে কারা তার বক্ষের কিছুটা ঢাকার চেষ্টা করেন।ফটোগ্রাফার বলেন, তাদের এই সেক্সি ছবিগুলো ২০১২ সালে তোলা হয়। যেসব ছবি ইনস্টাগ্রামে প্রকাশ পেয়েছে তার কয়েকটি আবার ২০১৩ সালে তোলা।

সেখানে কারার একটি ছবিতে গোলাপী রঙের চুল দেখা যাবে। তিনি একটি বড় আকারের শার্ট পড়েছেন এবং সেই শার্ট গলে তার বক্ষ বের হয়ে রয়েছে।এতো আগের এই ছবিগুলো এতদিন অপ্রকাশিত ছিল। কিন্তু সম্প্রতি এগুলো প্রকাশ পাওয়ার পর এই দুই মডেল এখন সবার নজরে।