• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

পুরুষ সমকামী পালস নাইটক্লাবে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২০


প্রকাশিত: ৮:১৭ পিএম, ১২ জুন ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১১৪ বার

ফ্লোরিডা থেকে কাইয়ুম খান   :  মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে পুরুষ 5সমকামীদের একটি নৈশক্লাবে এক বন্দুকধারীর গুলিবর্ষণে কমপক্ষে ২০ জন নিহত এবং ৪২ জন আহত হয়েছে। পুলিশ বলছে, ঘটনার প্রায় তিন ঘন্টা পর তারা পালস ক্লাব নামে ওই নাইট ক্লাবটির ভেতরে ঢুকে আক্রমণকারীকে হত্যা করে ।
EXC - Sam Smith at Horse Meat Disco!
বন্দুকধারী লোকটির হাতে এ্যাসল্ট রাইফেল এবং হ্যান্ডগান ছিল এবং সে নাইটক্লাবের ভেতরে অনেককে জিম্মি করেছিল। নিহত হবার আগে পুলিশের সাথে তার গুলিবিনিময় হয়।পুলিশ একে একটি ‘সন্ত্রাসবাদী ঘটনা’ বলে আখ্যায়িত করেছে, কিন্তু তারা এটাও বলছে যে এই সন্ত্রাস অভ্যন্তরীণ নাকি আন্তর্জাতিক তা তারা এখনো জানে না।

9পুলিশ বলছে, বন্দুকধারী একা ছিল এবং সে স্থানীয় কেউ নয়।ঘটনায় হতাহতদের আত্মীয়স্বজনরা হাসপাতালগুলোতে ভিড় জমাচ্ছে।

ওই ক্লাবে থাকা এক ব্যক্তি রিকার্ডো আলমোডোভার পাল্‌স ক্লাবের ফেসবুক পাতায় লিখেছেন যে স্থানীয় সময় রাত দু’টোয় বন্দুকধারী গোলাগুলি শুরু করে।
7
তিনি লেখেন – “ওই সময় যারা নাচছিল এবং বারের কাছে যারা ছিল সবাই মাথা নীচু করে ফেলে। আর আমরা যারা বারের পিছনের দরজার কাছে ছিলাম তারা কোনরকমে ক্লাব থেকে বের হয়ে দৌড় দেই”।

0আরও একজন প্রত্যক্ষদর্শী অ্যানথনি টরেস তখন বলেছিলেন যে তিনি মানুষকে চিৎকার করতে শুনেছেন, নাইটক্লাবের অনেকে হয়তো নিহত হয়েছেন।
1
তবে প্রথম দিকে কেউ মারা গেছেন কিনা তা নিয়ে নিশ্চিত কোন খবর পাওয়া যাচ্ছিল না, তবে অনেকে যে আহত হয়েছেন তা সংবাদ মাধ্যমে বলা হচ্ছিল।মাত্র কিছু সময় আগে পুলিশ লোকজন নিহত হবার খবর নিশ্চিত করে।