• শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪

পুঁজিবাজার থেকে দুর্নীতিবাজদের হঠাও


প্রকাশিত: ৭:১১ পিএম, ১৭ এপ্রিল ১৯ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৮৪৮ বার

স্টাফ রিপোর্টার : ‘পুঁজিবাজার থেকে দুর্নীতিবাজদের হঠাও’ এমন দাবিতে উত্তাল আন্দোলন চলছে গত কয়েক সপ্তাহ ধরে। বিএসইসির চেয়ারম্যান খায়রুল হোসেনসহ কমিশনারদের অপসারণের দাবিতে ডিএসই ভবনের সামনে বিক্ষোভ করে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। তারা বলছে এই দুর্নীতিবাজদের অপসারন করলে ফের গুরে দাড়াবে বাজার।ওদিকে টানা দুই দিন দর পতনের পর অবশেষে সূচক সামান্য বেড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে।

আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস দিনভর উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন হয় ডিএসইতে। লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বাড়ে ১০ পয়েন্ট। মোট লেনদেন গতকালের চেয়ে সামান্য বেড়েছে। আজ লেনদেন হয়েছে ৩১৪ কোটি ৫৪ লাখ টাকা।হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ১২৭টির এবং দর অপরিবর্তিত আছে ৫৮টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ১৭ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ ১২ কোটি ৬৬ লাখ টাকা।

চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবসে ডিএসইতে প্রধান সূচক কমে ৭৮ পয়েন্ট। গতকাল মঙ্গলবার লেনদেন শেষে সূচক ৬০ পয়েন্ট কমে গত চার মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে আসে। মোট লেনদেনের পরিমাণ ছিল মাত্র ২৬৯ কোটি টাকা। ডিএসইর তথ্য অনুযায়ী, গত ৯ কার্যদিবসে ঢাকার বাজারের প্রধান সূচকটি কমে ২৭৩ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমে ১৮৮ পয়েন্ট। এ অবস্থায় আজ সূচক বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেয় নিয়ন্ত্রক সংস্থা।

বিভিন্ন ব্রোকারেজ হাউসের সঙ্গে কথা বলে জানা যায়, পরিস্থিতি সামাল দিতে বিএসইসি বিভিন্ন প্রতিষ্ঠানকে, বিশেষ করে মার্চেন্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানভিত্তিক ব্রোকারেজ হাউসকে শেয়ার কেনার জন্য অনুরোধ জানায়। সকালে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশও (আইসিবি) শেয়ার কিনে বাজার ঘোরানোর চেষ্টা করে। এসব প্রচেষ্টায় লেনদেন শেষে সূচক সামান্য বেড়েছে।

আজ লেনদেনের শীর্ষে রয়েছে যেসব প্রতিষ্ঠান সেগুলো হলো—বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, মুন্নু সিরামিকস, ফরচুন শুজ, সোনার বাংলা ইনস্যুরেন্স, সুহৃদ, মুন্নু স্টাফলার, এসকে ট্রিমজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ ও বিবিএস কেবলস।

দর বাড়ার তালিকায় শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো—স্টান্ডার্ড সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইউনাইটেড ইনস্যুরেন্স, সোনার বাংলা ইনস্যুরেন্স, হাক্কানি পাল্প, তাকাফুল ইনস্যুরেন্স, কর্ণফুলী, ফাইন ফুড, প্রভাতি ইনস্যুরেন্স, ফিনিক্স ইনস্যুরেন্স ও বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।দর কমার তালিকায় শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মুন্নু সিরামিকস, মুন্নু স্টাফলার, নর্দান জুট ম্যানুফ্যাকচারিং, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স, রেকিট বেনকুইজার, গ্রিন ডেলটা, আলহাজ টেক্সটাইল, জিএসপি ফাইন্যান্স ও ফরচুন শুজ।