• বৃহস্পতিবার , ২৩ জানুয়ারী ২০২৫

পীরগঞ্জে ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতির খাদ্যসামগ্রী বিতরণ


প্রকাশিত: ১১:২৪ পিএম, ৩ মে ২০ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৪৩৫ বার


রংপুর প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের মাঝে ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতির নেতৃবৃন্দ পীরগঞ্জে ৩০০ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। আজ রবিবার দুপুরে উপজেলার খেদমতপুর উচ্চ বিদ্যালয় মাঠে ওই সমিতির সহসভাপতি রংপুর জেলার ত্রাণ সমন্বয়ক এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রেজাউল আহসান মডেল ওই ত্রাণ বিতরণ করেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম বুলবুল, ট্রেজারার বিশিষ্ট শিল্পপতি সিরাজুল ইসলাম সিরাজ, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, ওসি সরেস চন্দ্র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাদেকুল ইসলাম বিএসসি, সাইদুর রহমান দুলাল চৌধুরীসহ উপজেলার সমাজসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।করোনায়া বেকার হয়ে পড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতির নেতৃবৃন্দ রংপুর বিভাগের আট জেলায় চার হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছে।