• শুক্রবার , ২৪ জানুয়ারী ২০২৫

পীরগঞ্জে উপজেলা চেয়ারম্যানের রংমহল থেকে ধর্ষণকারী গ্রেফতার


প্রকাশিত: ৭:৫৫ পিএম, ২৮ মে ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৮৯ বার

পীরগঞ্জ. নিজস্ব সংবাদদাতা  :   বিয়ের প্রলোভন দেখিয়ে একজন বিবাহিতা মহিলাকে ধর্ষণের 999অভিযোগে পীরগঞ্জ উপজেলার সাবেক এমপি ও বর্তমান উপজেলা চেয়ারম্যানের নাতিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে সাবেক ওই এমপির বিনোদন কেন্দ্র থেকে তার নাতি আনন্দ মণ্ডলকে (২৫) গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে আনন্দ মণ্ডলের নামে পীরগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেছেন।

জানা গেছে, উপজেলার কাদিরাবাদ গ্রামের উল্লিখিত মেয়েটির সঙ্গে তিন বছর আগে ঠাকুরদাস লক্ষ্মীপুর গ্রামের এক দিনমজুরের বিয়ে হয়। প্রতিবেশী সাবেক এমপি ও পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডলের আপন নাতি আনন্দ মণ্ডল তাদের বাড়িতে যাতায়াত করত।

বৃহস্পতিবার রাতে বাড়িতে গিয়ে কুপ্রস্তাব দেয়। বিয়ের আগে তার প্রস্তাবে রাজি না হওয়ায় আনন্দ তাকে ধর্ষণ করে।