• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

‘পিস টিভি বন্ধে প্রশাসনিক পদক্ষেপ সোমবার’


প্রকাশিত: ৭:৩৫ পিএম, ১০ জুলাই ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৯০ বার

স্টাফ রিপোর্টার   :  মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের বিষয়ে 1সোমবার প্রশাসনিক পদক্ষেপ নেবে তথ্য মন্ত্রণালয়।রবিবার প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে টেলিভিশনের মালিক ও প্রধান নির্বাহীদের সঙ্গে এক বৈঠকের শুরুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত দিয়েছে। এ ব্যাপারে তথ্য মন্ত্রণালয় আগামীকাল (সোমবার) পুরো বিষয় পরীক্ষা করে প্রশাসনিক পদক্ষেপ নেবে।সোমবার থেকেই বাংলাদেশে পিস টিভি বন্ধ হচ্ছে কি না- এমন প্রশ্নে ইনু বলেন, যেহেতু প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাপার রয়েছে… আজ সময় নেই, কাল সোমবার সকাল থেকে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা নেব।