• শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪

পালাবার পথ খুঁজছে রুপায়ন মুকুল-


প্রকাশিত: ৯:৪৬ পিএম, ১ এপ্রিল ১৯ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৫৫ বার

 

 

এস রহমান : পালাবার পথ খুঁজছে রুপায়ন গ্রুপের মালিক লিয়াকত আলী খান মুকুল। যে কোন সময় সে দেশ থেকে পালিয়ে যেতে পারে। গোয়েন্দা পুলিশ এ তথ্য পেয়ে মুকুলকে ধরতে চারদিকে কড়া নজরদারি শুরু করেছেন। তারা বরছেন, সর্বত্র সোর্স লাগানো রয়েছে, মুকুলকে ধরা পড়তেই হবে।এর আগে বনানীর অগ্নিসন্ত্রাসী ফারুক তাসভির গোয়েন্দাদের কব্জায় থাকলেও নায়ক-মুকুল কই তা নিসয়ে চলছিল আলোচনা। ধুরন্ধর এই মুকুল হচ্ছে বহুল স্বীকৃত ল্যান্ড ক্রিমিনাল। অথচ সেই এখনও ধরা পড়েনি। আদৌ ধরা পড়বে কিনা তাে নিয়েও চলছে রহস্য।

ওদিকে

বনানীর এফ আর টাওয়ারের অগ্নি সন্ত্রাসী গ্রেপ্তারকৃত দুই মালিক এস এম এইচ আই ফারুক ও তাসভির উল ইসলামকে হ্যান্ডকাপ ছাড়াই আদালতে নিয়ে যাওয়া-আসা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অভিযোগ করা হয়েছে এত জামাই আদর কেন?

বলা হয়েছে-এখনও বহাল তবিয়তে রাজধানীতে ঘাপটি মেরে আছে মুকুল। দেশ থেকে পালিয়ে যাওয়ারও চেষ্ঠা করছে বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে জমি জালিয়াতি নকসা জালিয়াতি ও দখলবাজি করে সম্পদ হাতিয়ে নেয়াসহ খুন খারাবির মতো গুরুতর অভিযোগ থাকলেও মুকুলের টিকিটিও কেউ ছুঁতে পারেনি এখনও।

গোয়েন্দা পুলিশ জানায়, রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার এস এম এইচ আই ফারুক ও তাসভির উল ইসলামের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন।এস এম এইচ আই ফারুক (৬৫) এফ আর টাওয়ারের জমির মালিক। আর তাসভির উল ইসলাম এফ আর টাওয়ারের বর্ধিত অংশের মালিক।

এর আগে এই দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। রিমান্ড আবেদনে বলা হয়, গত ২৮ মার্চ বনানীর এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় ২৬ জন নিহত হন। শতাধিক লোক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আসামি ফারুক, তাসভির ও রুপায়ন গ্রুপের লিয়াকত আলী খান মুকুল এবং এফ আর টাওয়ার ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অসৎ উদ্দেশ্যে নির্মাণ বিধিমালা ভঙ্গ করেন।

টাওয়ারের সম্পত্তি ও লোকজনের জানমালের কথা না চিন্তা করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য চরম অবহেলা করার ফলে এই ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।ওই বহুতল ভবন নির্মাণকাজ করার সময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তৈরি বিধিমালা সঠিকভাবে পালন করা হয়েছে কিনা এবং অগ্নিনির্বাপক ব্যবস্থা সঠিক ছিল কি না রিমান্ড আবেদনে তা খতিয়ে দেখতেও বলা হয়েছে।