• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

পার পেয়ে যাবেন মনে করলে ভুল করবেন-মির্জা ফখরুলকে প্রধান বিচারপতি


প্রকাশিত: ৩:১৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৭৫ বার

সুপ্রীমকোর্ট রিপোর্টার :   ফখরুলের ব্যাখ্যায় সন্তুষ্ট নন আদালত, আবার দিতে হবে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের 1উদ্দেশে প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, ‘আপনি যদি মনে করেন পার পেয়ে যাবেন, তাহলে ভুল করবেন।’

আজ বৃহস্পতিবার বিচার বিভাগ নিয়ে মির্জা ফখরুলের ব্যাখ্যা-সংক্রান্ত মামলার শুনানিকালে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা (রাজনীতিবিদ) রাজনীতি করেন, আপত্তি নেই। কিন্তু রাজনীতির মধ্যে বিচার বিভাগকে টেনে আনবেন না।’

‘রাজনীতিবিদ হিসেবে বিচার বিভাগকে নিয়ে কোনো ধরনের কটাক্ষ না করাই ভালো। বিচার বিভাগকে নিয়ে আপনাদের কটাক্ষ-মন্তব্যে ব্যথিত হই।’আজ আদালতে দেওয়া মির্জা ফখরুলের ব্যাখ্যায় প্রধান বিচারপতি সন্তুষ্ট হতে পারেননি। ফখরুলের অনুপস্থিতিতে তাঁর আইনজীবী জয়নাল আবেদীনের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘আপনি যদি মনে করেন পার পেয়ে যাবেন, তাহলে ভুল করবেন।’

জবাবে ফখরুলের আইনজীবী বলেন, বিচার বিভাগকে হেয় করে কোনো বক্তব্য দেওয়া মির্জা ফখরুলের উদ্দেশ্য ছিল না। তিনি এখনো বিচার বিভাগের প্রতি আস্থাশীল। তিনি আরো বলেন, সাবেক বিচারপতি এম এ মতিনের বক্তব্য উদ্ধৃত করে মির্জা ফখরুল বিচার বিভাগ নিয়ে বক্তব্য দিয়েছেন।

এ পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, ‘আপনাদের বক্তব্য পত্রিকায় যেভাবে এসেছে, এ ব্যাপারে আপনারা তো কোনো সংশোধনী দেননি।’
‘আমরা যেসব রায় দিই, তা যে শতভাগ নির্ভুল হয়, তা বলব না। হিউম্যান বেইং (মানুষ) হিসেবে আমাদেরও ভুল হতে পারে।’

ওই বক্তব্যের পর প্রধান বিচারপতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত মির্জা ফখরুলের বক্তব্যের সুনির্দিষ্ট ব্যাখ্যা হলফনামা আকারে দাখিলের জন্য তাঁর আইনজীবীকে নির্দেশ দেন। একই সঙ্গে আগামী সোমবার এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেন।