পারটেক্সের হেলিকপ্টারে চড়ে সমাবেশে গেলেন ছাত্রলীগ সভাপতি
ঈশ্বরদী প্রতিনিধি : পারটেক্স গ্রুপের এই হেলিকপ্টারে চড়ে সমাবেশে যোগ দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগসহ তিন নেতা-।এ ঘটনায় ব্যাপক আলোড়ন উঠেছে। জানা গেছে, হেলিকপ্টারে চড়ে ঈশ্বরদী উপজেলা ও পৌর ছাত্রলীগ আয়োজিত এক সমাবেশে যোগ দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগসহ তিন নেতা।
শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরদী আলহাজ্ব মিল মোড় থেকে শুরু হওয়া মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী ওই মিছিল ও সমাবেশে যোগ দেন তারা।
এ নিয়ে শহরজুড়ে আলোচনা চলছে। এই তিন নেতার উপস্থিতিতে ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
এছাড়া কর্মসূচিতে রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে রাসেল আহমেদ তুহিনও যোগদান করেন। তিনি অবশ্য সড়ক পথে ঈশ্বরদীতে আসেন।
এদিকে শনিবার ঈশ্বরদী প্লাজা কমিউনিটি সেন্টারে ছাত্রলীগের সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ।
শুক্রবার বিকাল পৌনে ৩টায় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুল বাসিত গালিব ও যুগ্মসম্পাদক শহিদুল ইসলাম শাহেদকে সঙ্গে নিয়ে একটি হেলিকপ্টারে চড়ে ঈশ্বরদীর ডাল গবেষণা কেন্দ্রের চত্বরে অবতরণ করেন।
হেলিকপ্টারে ঈশ্বরদী যাওয়া প্রসঙ্গে সাইফুর রহমান সোহাগ বলেন, ‘আমি সম্মেলনে যোগ দিতে ঈশ্বরদী যাইনি। সেখানে মাদক ও জঙ্গিবাদ বিরোধী র্যালি ও সমাবেশে অংশ নিতে গিয়েছিলাম। এই কর্মসূচি সম্পন্ন করে রাতেই সড়ক পথে ঢাকায় ফিরেছি।’
হেলিকপ্টারে যাওয়ার বিষয়টি সরাসরি উল্লেখ না করে তিনি বলেন, ‘ঢাকায় অন্য একটি কর্মসূচি থাকায় জরুরি ভিত্তিতে ঈশ্বরদী যেতে হয়েছিল। সুতরাং এই যাওয়া-আসার সঙ্গে সম্মেলনের কোনো সম্পর্ক নেই।’