• মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪

পাবর্ত্য শান্তিচুক্তি পুরোপুরি বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে হবে-প্রধানমন্ত্রী


প্রকাশিত: ১:৪৪ পিএম, ৮ মে ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৭০ বার

বিশেষ প্রতিবেদক  :   পার্বত্য শান্তিচুক্তি পুরোপুরি বাস্তবায়নে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান 1জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার রাজধানীর বেইলী রোজে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, যখন পার্বত্য শান্তিচুক্তি করার উদ্যোগ নেয়া হয় তখন বিএনপি এর বিরোধিতা করেছিল। পার্বত্য শান্তিচুক্তির অংশ হিসেবে যখন অস্ত্র সমর্পণের আয়োজন করা হয়, তখন বিএনপি হরতাল ডাকে। তারা বলেছিল অস্ত্র সমর্পণ কর‍া যাবে না।

তিনি বলেন, চুক্তির করার সময় বিএনপি নেত্রী বলেছিলেন, এই চুক্তি হলে নাকি ফেনী থেকে পুরো পার্বত্যাঞ্চল ভারতের নিয়ন্ত্রণে চলে যাবে। দেশের ভেতর থেকেই এই চুক্তির বিরোধিতা হয়েছে। কিন্তু এরপরই শান্তিচুক্তি হয়েছে।

বেইলী রোডের অফিসার্স ক্লাব সংলগ্ন দুই একরের নির্ধারিত স্থানে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবন গড়ে উঠবে।