• রোববার , ৫ জানুয়ারী ২০২৫

পাবনায় আ.লীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা


প্রকাশিত: ৮:৫০ পিএম, ২৯ মে ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৬০ বার

পাবনা জেলা প্রতিনিধি   :   আওয়ামী লীগ নেতা রিপন (৩০) কে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে 0দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল আজিজ মৃধা ও তার ছেলে শফিকুলকে আটক করেছে পুলিশ।

নিহত রিপনের বাবার নাম মকবুল হোসেন। সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। হরিনারায়ণপুর গ্রামে তার বাড়ি বলে জানা গেছে। আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আজ একটি সালিশী বৈঠকে তার ওপর প্রতিপক্ষের  লোকজন হামলা চালায়। এতে তিনি গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। গয়েশপুর ইউনিয়নের আসন্ন নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জেলা যুবলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন বাদশা বলেন, নিহত রিপন আমার আনারস প্রতীকের পক্ষে কাজ করছিলেন। আর ইউনিয়নের বিভিন্নস্থানে আনারস প্রতীকের পোস্টার লাগাতেন। নৌকা প্রতীকের সমর্থকরা সুকৌশলে ভিন্ন অজুহাত দেখিয়ে তাকে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন।