• সোমবার , ১৮ নভেম্বর ২০২৪

পাপুয়ার পাহাড়ে বাংলাদেশের পর্বতারোহী মুসা ইব্রাহিম আটকা পড়েছেন


প্রকাশিত: ১১:৩১ পিএম, ১৮ জুন ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৪২ বার

ডেস্ক রিপোর্টার :  বাংলাদেশের পর্বতারোহী মুসা ইব্রাহিম এবং আরো কয়েকজন অভিযাত্রীর একটি দল Musa-www.jatirkhantha.com.bdইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে মাউন্ট কার্স্টেনজ পিরামিড শৃঙ্গ আরোহণ করতে গিয়ে পথেই দুর্গম পার্বত্য এলাকায় ছদিন ধরে আটকা পড়ে রয়েছেন। আবহাওয়ার কারণে আজ (রোববার) উদ্ধারকারী হেলিকপ্টার ফিরে এসেছে।

ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আজমল কবির জানিয়েছেন, মি ইব্রাহিম এবং তার সহযোগী অভিযাত্রীরা আটকা পড়লেও এখন পর্যন্ত সুস্থ আছেন বলে অভিযানের সমন্বয়কারী কর্মকর্তা তাকে জানিয়েছেন। স্যাটেলাইট ফোনের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ রয়েছে।

রাষ্ট্রদূত জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে একটি উদ্ধারকারী হেলিকপ্টার আজ ফিরে এসেছে। আগামীকাল (সোমবার) সকালে আবহাওয়া অনুকূল থাকবে বলের আশা করা হচ্ছে এবং তখন আবার হেলিকপ্টার পাঠানো হবে।

রাষ্ট্রদূত আজমল কবির বলেন, মি ইব্রাহিম অভিযানে যাওয়ার আগে তাদেরকে জানিয়ে যাননি। কেনিয়া থেকে তার বোন টেলিফোন করে দূতাবাসকে তার আটকে পড়ার খবর দেন। মুসা ইব্রাহিম বাংলাদেশের প্রথম পর্বতারোহী যিনি এভারেস্টের চূড়ায় উঠেছেন।