• শনিবার , ২৩ নভেম্বর ২০২৪

পানিতে ডুবছে চট্টগ্রাম-রেমালে বেহাল মহানগরী


প্রকাশিত: ৭:১১ পিএম, ২৭ মে ২৪ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৩৪ বার

সাইফুল আলম : ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবার (২৭ মে) ভোর থেকে চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। ফলে নগরীর বিভিন্ন এলাকা পানিতে ডুবে গেছে। এর আগে রোববার দুপুর থেকে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।

খোঁজ নিয়ে দেখা গেছে, বাকলিয়া, ডিসি রোড, নাসিরাবাদ, নগরীর তিনপুলের মাথা, মুরাদপুর, চকবাজার, কাতালগঞ্জ, কাপাসগোলা, ২ নম্বর গেইট,আগ্রাবাদ, হালিশহর, মেহেদীবাগ, কে বি আমান আলী রোড, মুরাদপুর, বহদ্দারহাট, চান্দগাঁও আবাসিক এলাকা, প্রবর্তক মোড়সহ বিভিন্ন এলাকায় পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এসব এলাকায় হাঁটু পরিমাণ পানি জমেছে। কোনো কোনো জায়গায় কোমর পানিও জমেছে।

চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় রেমালের কারণে অতি ভারী বৃষ্টি হচ্ছে। সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমের বৃষ্টিতে চট্টগ্রাম নগরী জলাবদ্ধতায় দ্বিতীয়বারের মতো ডুবলো। এতে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ ভোগান্তিতে পড়েছেন। রাস্তাঘাট ডুবে যাওয়ায় যানবাহন চলাচল কম করছে। যেসব যানবাহন চলছে সেগুলোতে বেশি ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে।

হালিশহর এলাকার বাসিন্দা আনোয়ারুল মিলন বলেন, আমাদের আশপাশের এলাকা ৪ থেকে ৫ ফুট পানির নিচে তলিয়ে গেছে। প্রয়োজনীয় কোনো কিছু আনতে বাজারে যেতে পারছি না। রিকশা ভাড়াও বেশি নিচ্ছে। তাছাড়া বৃষ্টির সাথে বাতাস থাকায় ছাতা দিয়েও কাজ হচ্ছে না।

মেহেদীবাগ এলাকার নজরুল মোবারক নামের একজন বাসিন্দা বলেন, টানা বৃষ্টিতে ড্রেনে ময়লা আটকে থাকার কারণে পানি বের হতে পারছে না। এতে দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী।এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমি বলেন, ৪১টি ওয়ার্ডে জমে থাকা পানি যাতে দ্রুত নেমে যায়, এ জন্য ছোট ছোট টিম গঠন করে পরিচ্ছন্ন কার্যক্রম চলানো হচ্ছে।