• সোমবার , ১৮ নভেম্বর ২০২৪

পানামা পেপারস কেলেংকারি-বাংলাদেশী ২১ ব্যক্তি কি পগার পার?


প্রকাশিত: ৫:০৭ পিএম, ২৯ জুলাই ১৭ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৪১ বার

শফিক রহমান :  পানামা পেপারস কেলেংকারিতে বাংলাদেশী ২১ ব্যক্তি পগার পার হয়ে গেছেন? এরমধ্যে দুদক তদন্ত করেছে দায়সারা panama paper-dudok-www.jatirkhantha.com.bdগোছের!  পানামা পেপারস কেলেংকারিতে বাংলাদেশী ১১ জনকে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তৎকালীন সময়ে কমিশনের সচিব আবু মোহাম্মদ মোস্তাফা কামাল জানিয়েছিলেন, এই ১১ জনের মধ্যে দুজনের ঠিকানায় নোটিশ যায়নি। কিন্তু এরপর গত এক বছরেও তাঁদের কোন তৎপরতা পরিলক্ষিত হয়নি। এমনকি দুদক কোন তথ্য’ও দেয়নি এ সমম্পর্কে।

জানা গেছে, পানামা পেপারস কেলেঙ্কারিতে শুক্রবার প্রধানমন্ত্রীত্ব খুঁইয়েছেন পাকিস্তানি নেতা নওয়াজ শরিফ।ওই একই তালিকায় বাংলাদেশের মোট ২৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ছিল। কিন্তু তাদের বিষয়ে বিস্তারিত তদন্ত হয়নি।

সূত্র মতে, কর ফাঁকি দিয়ে বিদেশে টাকা পাচারে জড়িতদের বিষয়ে গত বছরের এপ্রিলে প্রকাশিত হয় একটি তালিকা। যা ‘পানামা পেপারস’ নামে পরিচিতি পায়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকদের সংস্থা ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট (আইসিআইজে) এই তালিকা ঘেঁটে বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করে। এতে বাংলাদেশের ২১ ব্যক্তি,  তিন প্রতিষ্ঠান ছাড়াও ১৮টি ঠিকানা প্রকাশ করা হয়।

পানামা পেপারস কেলেঙ্কারিতে যেসব বাংলাদেশির নাম ছিল তারা হলেন, কফিল এইচ এস মুয়িদ, পেসিনা স্টেফানো, রুডি বেঞ্জামিন, ইউসুফ রায়হান রেজা, ইশরাক আহমেদ, নভেরা চৌধুরী, ফরহাদ গণি, মেহবুব চৌধুরী, বিলকিস ফাতিমা জেসমিন, রজার বার্ব, আবুল বাসার, জাইন ওমর, বেনজির আহমেদ, আফজালুর রহমান, সুধীর মল্লিক, জীবন কুমার সরকার, নিজাম এম সেলিম, মোকসেদুল ইসলাম, মোতাজ্জেরুল ইসলাম ও সেলিমুজ্জামান। এদের মধ্যে আফজালুর রহমান ও মোতাজ্জেরুল ইসলামের নাম দুবার করে রয়েছে।

এ ছাড়া পানামা পেপারস কেলেঙ্কারিতে যে তিনটি প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়েছিল, সেগুলো হলো বাংলাদেশ বিমান ইনকরপোরেশন, ইসলামিক সলিডারিটি শিপিং কোম্পানি বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ টেক্সটাইল এজেন্সিজ লিমিটেড।

তবে দুর্নীতি নিয়ে সোচ্চার ব্যক্তিদের নানা দাবির পর তখন দুদকও তাদের বিষয়ে অনুসন্ধান কমিটি করে। এই সোয়া এক বছরে কয়েকজনের বিষয়ে কেবল তথ্য এসেছে বলে জানিয়েছে তারা।

পানামা কেলেঙ্কারিতে বিশ্বের ২০০ দেশের দুই লাখ ১৪ হাজার ব্যক্তির টাকা পাচারের নথি প্রকাশ হয়েছিল। এর মধ্যে ১৪০ জন রাষ্ট্র ও সরকারপ্রধান এবং রাজনীতিকের নাম ছিল। এদের মধ্যে এখন পর্যন্ত কেবল পাকিস্তানের নওয়াজ শরিফই বলতে গেলে সাজা পেলেন।

পানামা পেপারস- দুদকের তদন্ত!

বিদেশে টাকা পাচার কেলেঙ্কারিতে যেসব বাংলাদেশীর নাম পানামা পেপারস নামে পরিচিত নথিপত্রে ফাঁস হয়েছে তাদের ১১ জনকে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তৎকালীন সময়ে কমিশনের সচিব আবু মোহাম্মদ মোস্তাফা কামাল জানিয়েছিলেন, এই ১১ জনের মধ্যে দুজনের ঠিকানায় নোটিশ যায়নি। বাকি নয়জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ব্যক্তিদের নাম পরিচয় দিতেও অস্বীকার করা হয়।