• বুধবার , ৮ জানুয়ারী ২০২৫

পাটিখালঘাটা ইউনিয়নের ছাত্র-ছাত্রীদের কান্না-কে শুনবে?


প্রকাশিত: ৮:৪৪ পিএম, ২৭ সেপ্টেম্বর ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৯৫ বার

 
কাঠালিয়া প্রতিনিধি. মো. মোছাদ্দেক বিল্লাহ্ : কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের আমুয়া-মরিচবুনিয়ার 99চারাঘাটা মিস্তুরী নামক খালের সামনেই রয়েছে ৩৯ নং পশ্চিম ছোনাউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই বিদ্যালয়ের সামনে দূর দুরান্ত থেকে সহজে এবং অল্প সময়ে সড়ক ও বিদ্যালয়ে আসতে একটি সাঁকো নির্মান করা হয়।

সাকোটি দীর্ঘ দিন যাবৎ একাংশ ভেঙ্গে যাওয়ায় বন্ধ হয়ে যায় সহজে আসা-যাওয়ার এক মাত্র অবলম্বন এই সাকো। আবার কিছু কিছু ছাএ-ছাত্রীরা প্রায় ৫ কিলোমিটার না ঘুরে নিজেদের তৈরি করা কলাগাছের ভেলা দিয়ে সহজে ও অল্প সময়ে বিদ্যালয়ে আসে। আবার অনেক ছাত্র-ছাত্রীরা বই খাতা নিয়ে ভোরে পারাপার করতে গিয়ে পানিতে পড়ে দূর্ঘটনার স্বীকার হয়।

এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবী ওই স্থানে দ্রুত সাঁকোটি সংস্কার করে একটি ব্রীজ নির্মাণের। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, আমাদের বিদ্যালয়ে বর্তমানে প্রায় দেড় শতাধীক ছাত্র-ছাত্রী রয়েছে, আমাদের বিদ্যালয়ের সামনের খালের ভাঙ্গা সাঁকোটি ঠিক করা অথবা একটি ব্রীজ নির্মান হলে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা আরো বাড়তো।