• রোববার , ৫ জানুয়ারী ২০২৫

পাটগ্রামে বিএসএফের গুলিতে যুবক নিহত


প্রকাশিত: ১:১৯ পিএম, ১৫ নভেম্বর ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৮৯ বার

পাটগ্রাম প্রতিনিধি :  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী’র (বিএসএফ) গুলিতে ফরিদ উদ্দিন (২২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে লালমনিরহাটের পাটগ্রাম bsf-উপজেলার বুড়িমারী সীমান্তে এঘটনা ঘটে। জানা গেছে, বুড়িমারী সীমান্তের ৮৪০ নম্বর মেইন পিলারের ২ নম্বর পিলারের নিকট দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় কয়েকজন মিলে গরু পারাপার করতে থাকে।

এসময় ভারতীয় ৬১ বিএসএফ ব্যাটালিয়নের বিএস বাড়ি ক্যাম্পের বিএসএফ টহল দলের সদস্যরা গুলি করলে ফরিদ উদ্দিন ঘটনাস্থলে মারা যান। লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। ফরিদ উদ্দিন বুড়িমারী ইউনিয়নের ঠাকুরপাড়া উফারমারা গ্রামের শামসুল হকের ছেলে।এ ঘটনায় আজ বুধবার বেলা ১২টায় ঘটনাস্থলে বিজিবি ৬১ ব্যাটালিয়ন ও বিএসএফ কুচবিহার ৬১ ব্যাটালিয়নের মধ্যে পতাকা বৈঠক চলমান রয়েছে। বৈঠকে বিজিবি উত্তর-পশ্চিম রিজিওনাল কমান্ডার মেজর জেনারেল সাইফুল ইসলাম ও রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান অংশ নিয়েছেন বলে জানাগেছে।