• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

পাগলু মহেন্দর মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত


প্রকাশিত: ২:০৫ এএম, ২৬ অক্টোবর ১৫ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১০২ বার

sorok-durghotonaঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বালিয়াডাঙ্গী- রাণীশংকৈল সন্ধারই নামক এলাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ২ আহত ৫ জন।রবিবার রাত ৮.৩০ মিনিটে সন্ধারই নামক এলাকায় ব্যাটারী চালিত অটো রিক্সার সাথে (পাগলু) খড়ি ভর্তি মহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

এসময় অটো রিক্সাটি মাইক্রো গাড়িকে অতিক্রম করার সময় অপর দিক থেকে আসা এইচ আর মহেন্দ্র গাড়ির সাথে ধাক্কা লেগে পাগলু গাড়িটি ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে লিটন (২৫) ও শরিফ (২৮) নামে পাগলুর যাত্রি নিহত হয়। এবং আহত হয়েছে আরো পাঁচজন। নিহত লিটনের বাড়ি নেকমরদ এলাকায় এবং শরিফের বাড়ি যাদুরাণী এলাকায় বলে জানা গেছে। আহতরা রাণীশংকৈল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাণীশংকৈল থানার পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।