• বুধবার , ২০ নভেম্বর ২০২৪

পাকিস্তানি লাট সাহেবের বার্তা’য় মারামারি!


প্রকাশিত: ৩:৪৬ পিএম, ১৪ নভেম্বর ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১০৭ বার

স্টাফ রিপোর্টার :  রাজধানীর কাকরাইলে তাবলিগ জামে মসজিদে পাকিস্তানি মাওলানা আহমেদ লাট সাহেবের বার্তা kkkনিয়ে তাবলীগারদের চরম দ্বন্দ্ব দেখা দিয়েছে। ঘটনাপর্যায়ে মুসল্লিদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মুসল্লিরা জানান, মাওলানা জুবায়ের ও মাওলানা ওয়াসিফুল হক গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

তারা আরো জানান, কয়েকদিন আগে মাওলানা জুবায়ের পাকিস্তান যান। সেখানে তাবলিগ নেতা মাওলানা আহমেদ লাটসাহেব বাংলাদেশে তাবলিগ মুসল্লিদের একটি বিশেষ বার্তা দেন। মাওলানা জুবায়ের দেশে ফিরে আসার পর তিনি ওই বার্তা মুসল্লিদের কাছে জানাননি। এরই মধ্যে পাকিস্তান থেকে আহমেদ লাটসাহেব তার বার্তা অন্য মুসল্লিদের কাছে পৌঁছে দেন।

এ খবর জানাজানি হলে মাওলানা জুবায়েরের বিরুদ্ধে একটি গ্রুপ সোচ্চার হয়ে ওঠে। এরই জের ধরে আজ সকালে কথাকাটাকাটি, হাতাহাতি ও একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। রমনা থানার ওসি কাজী মাইনুল হক জানান, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।