• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

পাকা খেলোয়াড় নায়িকা প্রত্যুষার বয়ফ্রেন্ড প্রযোজক রাহুলের অসুস্থতার ভান


প্রকাশিত: ৩:৩০ পিএম, ৪ এপ্রিল ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৮০ বার

 
মুম্বাই থেকে শ্রীমান ভাট : সুন্দরী নারীদের নায়িকা বানানোর ফাঁদে ফেলে পটিয়ে বেডে নিয়ে তাদের proutusa-www.jatirkhantha.com.bdসর্বস্ব লুটে নিতো প্রযোজক রাহুল। প্রত্যুষা ছিল ওর সর্বশেষ শিকার।এরপর আরেক সুন্দরী নারীকে নায়িকা বানানোর ফাঁদ পেতেছিল রাহুল। ঘটনাক্রমে প্রত্যুষা বিষয়টি জেনে গেলে উভয়ের মধ্যে মানসিক দ্বন্দ ও মনোমালিন্য চরম আকার ধারন করে।

এদিকে আজ এই পাকা খেলোয়াড় নায়িকার বয়ফ্রেন্ড প্রযোজক রাহুল অসুস্থতার ভান করে কোন তথ্য দেননি তদন্ত কর্মকর্তাদের।

1ওদিকে এর দু’দিন আগেই নিজের বাড়ি থেকে মেলে প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। তাঁর মৃত্যুতে ক্রমশ জট পাকাচ্ছে রহস্য। ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদ করছে তাঁর প্রেমিক রাহুল রাজ সিংহকে।

আজ জেরা চলাকালীন অসুস্থ হয়ে পড়েন রাহুল। পুলিশ জানিয়েছে, এ দিন জেরার সময় হঠাৎই বুকে ব্যথা ও শ্বাসকষ্টের কথা বলেন রাহুল। কান্দিভলীর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। রাহুলের আইনজীবী নীরজ গুপ্ত জানান, প্রত্যুষার অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই ভেঙে পড়েছেন রাহুল।

প্রত্যুষার বাবা-মা রাহুলের বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি। তবে রাহুলের বাবা হর্ষবর্ধন সিংহ সরাসরি তোপ দেগেছেন প্রত্যুষার বাবা-মার বিরুদ্ধে।তাঁর বক্তব্য, টাকাপয়সা নিয়ে বাবা-মার সঙ্গে প্রত্যুষার সমস্যা ছিল। এ নিয়ে বাবা-মার বিরুদ্ধে মামলা করার কথাও রাহুলের বাড়িতে জানিয়েছিলেন প্রত্যুষা।

প্রত্যুষার নিজের কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টও ছিল না। বাবা-মার সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট ছিল। বাবা-মার জন্য ৫০ লক্ষ টাকা ধার করতেও বাধ্য হয়েছিলেন। সব মিলিয়ে আর্থিক সমস্যায় জেরবার ছিলেন তিনি।

এ দিকে প্রত্যুষার বন্ধু ও অভিনেত্রী সারা খানের দাবি, আগেও দু’বার আত্মহত্যার চেষ্টা করেছিল সে। বারবার রাহুলকে বিয়ে করার কথা বলত প্রত্যুষা। মাঝেমধ্যে সিঁদুরও পরতে দেখা গিয়েছে প্রত্যুষাকে। তবে দু’জনের সম্পর্কে টানাপড়েনও চলছিল। একাংশের দাবি, খুনই করা হয়েছে প্রত্যুষাকে। খতিয়ে দেখা হচ্ছে প্রত্যুষা ও রাহুলের ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টও।

ময়নাতদন্তে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, প্রত্যুষার ঘাড়ে ফাঁসের চিহ্ন রয়েছে। এর থেকে অনুমান, ঝুলন্ত অবস্থায় শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে প্রত্যুষার।