• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

পল্লী বিদ্যুতের ঘুষখোর ২প্রকৌশলী পাকরাও


প্রকাশিত: ১:২২ এএম, ২৭ জুলাই ১৮ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৪৬ বার

 

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে ঠিকাদারের কাছ থেকে ঘুষ গ্রহণকালে পল্লী বিদ্যুৎ সমিতির নিবার্হী পরিচালক মমিনুর রহমান ও সহকারী পরিচালক জহুরুল ইসলামকে গ্রেফতার করেছে দুদক। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার বড়বাড়িহাট থেকে তাদের আটক করা হয়।

পল্লী বিদ্যুতের ঠিকাদার এম এস ট্রেডার্স-এর মালিকের নিকট ১২০টি খুটি সরবরাহের জন্য নিবার্হী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী ৪০ হাজার টাকা দাবি করে। দাবিকৃত টাকা নেওয়ার সময় তাদেরকে আটক করা হয়। দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক জানান, দু’জন প্রকৌশলীর কাছ থেকে আরো ১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।