• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

‘পর্ন ছবিতে অভিনয় আমার নেশা, তবে একজন পুরুষ ভাল লাগে না’


প্রকাশিত: ১:৩১ এএম, ১১ এপ্রিল ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ২৩০ বার

‘‘আমি শিক্ষিত, বুদ্ধিমতী। পর্ন ছবিতে অভিনয় করা আমার নেশা। মনে রাখবেন আমি কিন্তু 1যৌনকর্মী নই। তবে একজন পুরুষ আমার ভাল লাগে না…নো ওয়ে….’’ বিস্ফোরক এই দাবি করলেন পর্ন তারকা লানা জেড।  আনন্দবাজার।

সিডনির এই অ্যাডাল্ট তারকার বয়স মাত্র ২৫। ইতিমধ্যেই তিনি পর্ন দুনিয়ায় বেশ জনপ্রিয়। আর তাঁর এই অকপট স্বীকারোক্তিতে বেশ চমকে গিয়েছে পর্ন দুনিয়াও।

লানার কাছে নীল ছবিতে অভিনয় পেশা ও নেশা দুইই। প্রতিদিন তিনটি করে অ্যাডাল্ট ছবির শ্যুট করেন তিনি। লানার কথায়, “যৌনকর্মীরা সাইড বিজনেস হিসেবে পর্ন ছবিতে অভিনয় করেন। কিন্তু আমার এটা নেশা। প্রতিদিন একাধিক পুরুষের কাছ থেকে যৌন-সুখ পেতে আমার ভাল লাগে।”

লানা আরও জানিয়েছেন, শুটিং করার এক সপ্তাহ আগে রক্ত পরীক্ষার রিপোর্ট জমা দিতে হয়। এ ছাড়া অন-ক্যামেরায় কী কী করতে স্বচ্ছন্দ সেটা আগে থেকেই জানাতে হবে। শুটিংয়ের সময় কোনও কাজে কেউ যাতে অসম্মতি প্রকাশ না করেন সে জন্য এই ব্যবস্থা।

তবে এই ইন্ডাস্ট্রিতে কাজ করলে মেয়েদের অনেক সমস্যায় পড়তে হয়। সে সব কী ভাবে সামলান? লানার কথায়, “আমি যেটা করছি সেটা আমার পছন্দের। তাই যে যাই বলুক, আমার কিছু যায় আসে না।”