পরের স্ত্রীর ওপর মাতবরের মাতব্বরি-জমি দখলের চেষ্ঠা। থানায় মামলা
গাজীপুর প্রতিনিধি: জমি নিয়ে বিরোধের মীমাংসা করার নামে গাজীপুরের কালিয়াকৈরে এক গৃহবধূকে বাড়ির উঠানে প্রকাশ্যে চুল ধরে মারধর করেছেন স্থানীয় এক মাতবর। এ ঘটনার পর কালিয়াকৈর থানায় একটি মামলা হওয়ার কথা জানিয়েছেন ওসি ওমর ফারুক। ওই মাতবরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ওই গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে বলে পরিবার অভিযোগ করলেও লতিফপুর গ্রামের মাতবর জালাল উদ্দিন তা অস্বীকার করেছেন। তিনি বলেন, অন্যের স্ত্রীকে মারধর করা অপরাধ আমি জানি। তারপরও গ্রামের মাতবর হিসেবে কর্তব্য পালন করেছি।
মারধরের শিকার ৪২ বছর বয়সী ওই নারীকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে তার দুই সন্তানের মধ্যে বড় ছেলে কালিয়াকৈরের একটি কলেজে স্নাতকে পড়েন। ছোট ছেলে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। আর তাদের বাবা স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন।
বড় ছেলে সজল (ছদ্মনাম) জানান, তার মামার সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছে। এ বিষয়ে কথা বলার জন্য সোমবার দুপুরে তার মাকে বাড়িতে ডেকে পাঠান জালাল মাতবর।সজলের মা তখনই ফোনে বিষয়টি তাকে জানান। খবর পেয়ে বাড়ি ফিরে সজল দেখেন, তার মাকে চুল ধরে টেনে ঘরের বাইরে আনছেন জালাল মাতবর।
আমার মামা আর খালাও সেখানে ছিল। এক পর্যায়ে মামা মাতবরের হাতে একটি লাঠি তুলে দিলে জালাল মাতবর সবার সামনে লাঠি দিয়ে আমার মাকে পেটাতে শুরু করে।সজল মাকে রক্ষার চেষ্টা করলে তার মামা ও সহযোগীরা তাকে ধরে রাখেন বলে জানান এই তরুণ।এক পর্যায়ে মা জ্ঞান হারিয়ে ফেললে তারা চলে যায়। পরে মাকে আমরা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।তার মাকে জালাল মাতবর বিভিন্ন সময়ে ‘অশালীন প্রস্তাব’ দিয়েছেন বলেও অভিযোগ করেন সজল।
সজলের মা সাংবাদিকদের বলেন, তিনি দুপুরে খেতে বসার পর জালাল মাতবর লোক পাঠিয়ে তার বাড়িতে যেতে বলেন।কিছুক্ষণ পর সে নিজে এসে আমাকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। করতে না পরে টেনে হিঁচড়ে ঘরের বাইরে নিয়ে মারধর শুরু করে।”