• শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪

পরী মনির বিএমডব্লিউ গাড়ি-টাকার গাছ কোত্থকে পেলেন?


প্রকাশিত: ৪:১১ এএম, ১৬ মে ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৮৬৭ বার

0-3porimoni bmw-www.jatirkhantha.com.bdপ্রিয়া রহমান   :  চিত্রনায়িকা পরী মনি কোটি টাকা মূল্যের বিএমডব্লিউ ব্র্যান্ডের গাড়ি কিনেছেন। রাতে নিজের ফেসবুকে একটি বিএমডব্লিউ গাড়ির ছবি প্রকাশ করেন পরী মনি। এমনকি গাড়ির সামেনে কালো রঙের পোশাকে দাঁড়িয়ে পোজ দেন তিনি।

ছবির ক্যাপশনে লিখেন, ‘আমার বিএমডব্লিউ গাড়ি। আমি কালো 0000-1ভালোবাসি।’

বিলাসবহুল আর আকাশ ছোঁয়া দামের কারণে পৃথিবীজুড়েই ল্যান্ড রোভার, জাগুয়ার, মার্সিডিজ কিংবা বিএমডব্লিউ ব্র্যান্ডের গাড়ির খ্যাতি রয়েছে। বিশ্বের অনেক দামী তারকারা বিএমডব্লিউ ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করেন।

কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রমোদীরা অভিযোগ করেছেন, এত টাকা কোত্থেকে পেলেন পরিমনি।কেননা বাংলাদেশে সিনেমার বাজার অনেক খারাপ। প্রায় ছবিই ফ্লপ হয়। পরিমনি এখনো অতটা জনপ্রিয়তাই পাননি। সে জায়গায় তিনি এত দামি গাড়ি কেনার টাকা কোথায় সেটাই প্রশ্ন জনমনে?

পরী মনি বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে চাহিদা সম্পন্ন নায়িকা। তিনি এখন জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিতব্য ‘রক্ত’ সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছেন। সিনেমাটি পরিচালনা করবেন মালেক আফসারী। সিনেমাটিতে অ্যাকশন কন্যারূপে দেখা যাবে পরীকে।