• বুধবার , ৮ জানুয়ারী ২০২৫

পরকীয়া প্রেমিক-প্রেমিকার ফাঁসি


প্রকাশিত: ৬:৩৯ পিএম, ২৮ নভেম্বর ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ২৫২ বার

chandpur-pramik-pramika-www-jatirkhantha-com-bd
0জেলা প্রতিনিধি. চাঁদপুর: চাঁদপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুর ১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন চাঁদপুর সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের সৌদিপ্রবাসী কলমতর গাজীর স্ত্রী শিল্পী বেগম (৩২) ও তার প্রেমিক কবির গাজী (২৮)।

রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সরকারপক্ষের আইনজীবী সায়েদুল ইসলাম বাবু বলেন, কলমতর গাজী সৌদি 33আরবে থাকতেন। ঘটনার ৩ মাস আগে তিনি দেশে আসেন।

তার স্ত্রীর সঙ্গে আসামি কবির গাজীর পরকীয়ার ঘটনা জানার পর তাদের মধ্যে কলহ দেখা দেয়।

এর জের ধরে ২০১৩ সালের ৭ জুলাই রাতে কবির গাজী ও শিল্পী বেগম পরিকল্পিতভাবে কলমতর গাজীকে হত্যা করে লাশ মাটিচাপা দিয়ে রাখেন।

১০ জুলাই শিল্পী বেগম চাঁদপুর মডেল থানায় স্বামী নিখোঁজ হয়েছে মর্মে সাধারণ ডায়েরি করতে যান।

পুলিশ সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করলে মূল ঘটনা ফাঁস হয়ে যায়। এ ঘটনায় কলমতর গাজীর ছোট ভাই লিটন গাজী ওই বছরের ১১ জুলাই চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন।