• বুধবার , ৮ জানুয়ারী ২০২৫

পরকীয়ায় লালবাতি-স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা


প্রকাশিত: ১২:১৫ এএম, ১৫ অক্টোবর ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৭২ বার

7জয়পুরহাট প্রতিনিধি : স্ত্রীর পরকীয়ার সন্দেহে স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের জের ধরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের হাটুভাঙ্গা গ্রামে বৃহষ্পতিবার দিনগত রাতে।

খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ দুইজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।পুলিশ সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাটুভাঙ্গা গ্রামের আব্দুল হামিদ (৪০) দীর্ঘ ২৬/২৭ বছর আগে মোহাম্মাদাবাদ ইউনিয়নের করিমনগর গ্রামের ফজলুর রহমানের একমাত্র মেয়ে নাছিমা খাতুনকে (৩৫) বিয়ে করে ঘর সংসার করে আসছেন। তাদের সংসারে রয়েছে মেয়ে মিতু (২০) ও ছেলে রাকিব (১৪)। মেয়ে মিতুরও বিয়ে হয়েছে।

গত কয়েক বছর ধরে স্ত্রী নাছিমা খাতুনের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগে নির্যাতন চালিয়ে আসছেন স্বামী আব্দুল হামিদ বলে অভিযোগ করেন নাছিমার বাবা ফজলুর রহমান। স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের আকার চরম হলে নাছিমা বাপের বাড়ি চলে যায়। বিষয়টি নিয়ে আমদই ইউনিয়ন পরিষদে গত রবিবার বৈঠক হয়।

উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ মিমাংসা করে দেন বলে জানান, চেয়ারম্যান শাহানুর আলম সাবু। মিমাংসা করার পাঁচ দিনের মাথায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, প্রাথমিক তদন্তে স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করার আলামত পাওয়া যায়। পরে স্বামী আব্দুল হামিদ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তদন্তশেষে আরো বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।