• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

পদ্মার ঢেউ কেড়ে নিল এ্যানিকে


প্রকাশিত: ১২:৪৫ এএম, ৬ সেপ্টেম্বর ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ২০৮ বার

 
শিবচর প্রতিনিধি : কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটের মাঝ পদ্মায় ঢেউয়ের ধাক্কায় দুটি স্পিডবোট ডুবির ঘটনায় আইরিন anny-www.jatirkhantha.com.bdনাহার এ্যানি (২৫) নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।সোমবার বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আইরিন নাহার এ্যানি বাংলাদেশ ইউনিভার্সিটি এন্ড বিজনেস টেকনোলজিতে (বিইউবিটি) এমবিএ শেষবর্ষের ছাত্রী এবং শিবচর পৌর বাজারের শিউলী স্টোরের মালিক আবদুর রবের মেয়ে।নিঁখোজ অপর দুইজনের পরিচয় জানা যায়নি।

কাওড়াকান্দি ঘাট সূত্রে জানায়, সোমবার বেলা ১২টার দিকে একটি স্পিডবোট শিমুলিয়া ঘাট থেকে ১৮ জন যাত্রী নিয়ে শিবচরের কাওড়াকান্দি ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। মাঝ পদ্মায় আসলে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বোটটি উল্টে যায়।

এর কিছুক্ষণ পরে কাওড়াকান্দি ঘাট থেকে আরও একটি স্পিডবোট ১৭ জন যাত্রী নিয়ে মাওয়ার উদ্দেশে ছেড়ে যায়। শিমুলিয়া ঘাটের কাছাকাছি গেলে সেটিও প্রচণ্ড ঢেউয়ের মধ্যে পড়ে উল্টে যায়।

নিখোঁজ এ্যানির ফুফাত ভাই জুয়েল আহমেদ জানিয়েছেন, স্পিডবোট ডুবির ঘটনায় আইরিন নাহার এ্যানিসহ কমপক্ষে তিনজন নিখোঁজ রয়েছেন।

তবে শিবচরের কাওড়াকান্দি স্পিডবোট ঘাটের সুপারভাইজার ইউসুফ শিকদার দাবি করছেন, ডুবে যাওয়া স্পিডবোট দুটির সকল যাত্রীদের জীবিত উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, স্পিডবোট ডুবির পর উভয় বোটের যাত্রীরা ভাসমান বোট ধরে নদীতে ভাসতে থাকে। পরে অন্য স্পিডবোট ও ট্রলারের সাহায্যে তাদের উদ্ধার করা হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ থাকার কথা শুনেছি। তাদের উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।