• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

পটিয়ায় টাকা দিয়ে নৌকা কিনছে বিএনপি’র কামাল আবুল ভোলারা!


প্রকাশিত: ২:৩১ পিএম, ৫ এপ্রিল ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৫৬০ বার

পটিয়া সংবাদদাতা   :  পটিয়ায় টাকা দিয়ে নৌকা কিনছে বিএনপি’র কামাল আবুল ভোলারা!  12কামাল আবুল ও ভোলাদের টাকায় ধানের শীষ ওলারা হয়ে যাচ্ছে নৌকার লোক। এলাকায় বলাবলি হচ্ছে টাকা দিয়ে  কামাল আবুল ও ভোলারা নেতাদের কিনে ফেলেছে।ফলে পটিয়ায় বিএনপিপন্থিরা পাচ্ছেন নৌকা প্রতীক!

আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নন বিএনপিপন্থি’ এমন তিন ব্যবসায়ী পটিয়ায় আসন্ন ইউপি নির্বাচনে পাচ্ছেন নৌকা প্রতীক। তারা হলেন, উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম ও জিরি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কালাম ভোলা।

তিনজনের কেউ আওয়ামী লীগ ও অঙ্গসগঠনের রাজনীতির সঙ্গে কোনদিন জড়িত ছিলেন না বলে তৃণমূল আওয়ামী লীগের সরাসরি অভিযোগ।সম্প্রতি ভোলা চেয়ারম্যান পটিয়ার সরকার দলীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ছবিসহ একটি ব্যানার উপজেলা প্রশাসনের প্রধান ফটক এলাকায় টাঙিয়ে দেন।

তবে ব্যানারটি অদৃশ্য কারণে আবার উধাও হয়ে যায়। ইউপি নির্বাচনে দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বিএনপিপন্থি’ তিন ব্যবসায়ীকে দলীয় নৌকা প্রতীক দেওয়ার গুঞ্জনে তৃণমূল নেতাকর্মীদের মধ্য বিরাজ করছে চাপা ক্ষোভ। গত শনিবার আওয়ামী লীগের এক বর্ধিত সভায় উপজেলার ১৭ ইউনিয়নের দেড় শতাধিক সম্ভাব্য প্রার্থী নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এদিকে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার ঘোষণা দেওয়া হয়। সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, ‘সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় আমাদের প্রতিনিধি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন। যদি আামদের অধিকার অর্জন না হয় তাহলে আসন্ন ইউপি নির্বাচনের ভোট বর্জন করা হবে।’

দলীয় ও বিভিন্ন সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন (ইসি) পটিয়া উপজেলার ইউপি নির্বাচনের দিন আগামী ২৮ মে ধার্য করে। এ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার শোভনদন্ডী, কচুয়াই, খরনা, হাইদগাঁও, কেলিশহর, ছনহরা, ভাটিখাইন, দক্ষিণ ভূর্ষি, ধলঘাট, জঙ্গলখাইন, হাবিলাসদ্বীপ, বড়লিয়া, কুসুমপুরা, জিরি, আশিয়া, কাশিয়াইশ, কোলাগাঁও এলাকার দেড় শতাধিক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী দলীয় নৌকা প্রতীক পেতে দৌড়ঝাঁপ শুরু করেছে।

উপজেলার ছনহরা ইউনিয়নের মো. কামাল উদ্দিন, কাশিয়াইশ ইউনিয়নের আবুল কাশেম ও জিরি ইউনিয়নের আবুল কালাম ভোলা ভিন্ন মতাদর্শ হলেও এবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ছনহরার চেয়ারম্যান মো. কামাল উদ্দিন গত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির হয়ে নির্বাচন করার জন্য জোর লবিং চালালেও তিনি ব্যর্থ হন।

কাশিয়াইশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফোরকান চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদের এলাকার কাশেম চেয়ারম্যান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কখনোই সম্পৃক্ত ছিলেন না। দলের গুটিকয়েক ব্যক্তিকে বশে এনে তিনি (কাশেম) নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার পাঁয়তারা করছেন। একই সুরে বললেন ওই ইউনিয়ন আওয়মাী লীগ সভাপতি জহির আহমদ চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, তার জানা মতে চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, চেয়ারম্যান আবুল কাশেম ও চেয়ারম্যান আবুল কালাম ভোলা আওয়ামী লীগ কিংবা অঙ্গসংগঠনের দলীয় কোনো কার্যক্রমে ছিলেন না। কি কারণে তারা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তা তিনি জানেন না।