• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

পঞ্চম ধাপে ইউপি ভোট নির্বাচনী সহিংসতা-জামালপুর বেগমগঞ্জ ৫ জন নিহত-গোলাগুলি


প্রকাশিত: ৩:০৬ পিএম, ২৮ মে ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২৭০ বার

1জাতিরকন্ঠ রিপোর্ট   :   দেশের ৭২০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পঞ্চম দফা নির্বাচনে আজ শনিবার সকাল আটটার দিকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত। আজ নির্বাচনী সহিংসতায় জামালপুরে নিহত হয়েছে ৪ জন, বেগমগঞ্জে কেন্দ্র দখলে বাধা দেযায় গুলিতে নিহত হয়েছে ১ জন, মুন্সীগঞ্জে কেন্দ্র দখল-২ গুলিবিদ্ধসহ ৯ জন আহত হয়েছেন।

begomgongপঞ্চম ধাপের এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ হাজার ২৫৪ জন, সাধারণ সদস্য পদে ২৭ হাজারের বেশি ও সংরক্ষিত সদস্য পদে ৭ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার প্রায় ১ কোটি ১০ লাখ।

সকাল আটটা থেকে নয়টার মধ্যে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজির আলী উচ্চ বিদ্যালয় ও ভবেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। এসব কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুষ্ঠু ভোট হবে বলে আশা করছেন। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার সাদবপুর ইউনিয়ন ও কেশবপুরের কয়েকটি ভোটকেন্দ্রে বিচ্ছিন্ন কিছু সংঘর্ষ ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

গত ফেব্রুয়ারি মাসে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রায় সাড়ে তিন মাসে প্রতিদিনই সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, নির্বাচনী সহিংসতায় গতকাল শুক্রবার পর্যন্ত কমপক্ষে ৮২ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে পাঁচ হাজারের বেশি।

আগের চার ধাপের তুলনায় এবার সুন্দর ভোটের প্রত্যাশা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, সুষ্ঠু ভোটের সম্ভাবনা তারা দেখছে না।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ পাল্টা অভিযোগে বলেছে, বিএনপি এ ভোটকে ‘বিতর্কিত’ করতে ‘ষড়যন্ত্র’ করে আসছে।

এর আগে ২২,৩১ মার্চ, ২৩ এপ্রিল ও ৭ মে বিক্ষিপ্ত গোলযোগ আর অনিয়মের অভিযোগের মধ্যে চারটি ধাপের ভোট হয়। আজকের পর আগামী ৪ জুন ষষ্ঠ ধাপে প্রায় দেড় হাজার ইউপিতে ভোটের মধ্য দিয়ে এবারের ইউপি নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির।

নির্বাচনী সহিংসতায় জামালপুরে নিহত-৪

জামালপুরের দেওয়ানগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছেন।
শনিবার ৫ম ধাপের ইউপি নির্বাচনে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খোটারচর ইবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেখ পাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে অষ্টম শ্রেণির ছাত্র মাজেদ, একই গ্রামের সাত্তারের ছেলের নুরুল ইসলাম (২০), পুতুবের চর গ্রামের আমজাদ হাজির ছেলে নবম শ্রেণির নবীরুল ইসলাম ও একই গ্রামের নুরুল ইসলামের ছেলে জিয়া (২৫)।

সংঘর্ষে বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ ৩০ আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচ পুলিশ ও এক আনসার সদস্য রয়েছে। গুলিবিদ্ধ ৫ জন হলেন- আফতাব, মাহমুদুর, খুদু মিয়া, সখিজল শফিক, জাকিউল। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী জানিয়েছে, সকালে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাকিরুজ্জামান রাকার সমর্থকরা কেন্দ্র দখল করতে চাইলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহজাহান মিয়ার সমর্থকরা বাধা দেন। এতে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।

প্রত্যক্ষদর্শী ও নিহত মাজেদের চাচা আবুল কালাম জানান, আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখলে আসলে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা বাধা দেয়। এসময় তাদের এলোপাতাড়ি গুলিতে ওই চারজন নিহত হন।

জামালপুর পুলিশ সুপার নিজাম উদ্দিন নিহতের ঘটনা নিশ্চিত না করলেও সংঘর্ষের ঘটনা স্বীকার করেছেন। তিনি জানান, এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক রাইন্ড শটগানের গুলি বর্ষণ করে।

মুন্সীগঞ্জে কেন্দ্র দখল-২ গুলিবিদ্ধসহ আহত ৯

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বদরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্র দখল নিয়ে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধসহ ৯ জন আহত হয়েছে।শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ইউনিয়নের বিকিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্র দখলকে কেন্দ্র করে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুক্তার হোসেনের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।এতে সামিয়কভাবে ওই কেন্দ্রর ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিলে পরে আবার ভোট গ্রহণ শুরু হয়

বেগমগঞ্জে কেন্দ্র দখলে বাধা, গুলিতে নিহত ১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কেন্দ্র দখলে বাধা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম সৈয়দ আহমেদ (৪০)।শনিবার পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে সকাল ১১টায় বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাজি নগর গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের পর ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। বিএনপি প্রার্থী হারুনুর রশিদের সমর্থকরা জানান, সকাল ১১টায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোস্তাফিজুর রহমান সেলিমের সমর্থক যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা ওই কেন্দ্র দখলের চেষ্টা চালায়। এতে তারা বাধা দেয়। এসময় যুবলীগ-ছাত্র লীগের গুলিতে সৈয়দ আহমেদ ঘটনাস্থলে মারা যান। সে বিএনপির কর্মী বলে দাবি করে তারা।

আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমানের সমর্থকরা বিএনপির প্রার্থীর সমর্থকদের এ অভিযোগ অস্বীকার করে নিহত সৈয়দ আহমেদ তাদের কর্মী বলে দাবি করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সরকার দলীয় প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখলে আসলে বিএনপি প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় একজন গুলিতে ঘটনাস্থলে নিহত হন। তবে এ সময় পুলিশ প্রথমে নিরব থাকলেও পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নির্বাচন স্থগিত করে দেন ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার।

বেগমগঞ্জ থানার ওসি সাজিদুর রহমান সাজু আলাজি নগর গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষের সময় গুলিতে একজন নিহতের ঘটনা নিশ্চিত করেছেন। এদিকে ওই ইউনিয়নের সব কেন্দ্র সরকার দলীয় প্রার্থীর সমর্থকরা দখলে নিয়েছেন বলে বিএনপি প্রার্থী অভিযোগ করেছেন।

লক্ষীপুরে জালভোট দেয়ার সময় আটক ১১

লক্ষ্মীপুর সদর উপজেলার ১২ ইউপি নির্বাচনে ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টার মধ্য জালভোট দেয়ার অভিযোগে ১১ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ শনিবার সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার দিঘুলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেয়ার দায়ে আনোয়ার হোসেন নামে এক যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে ওই যুবককে ৬ মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়পুর উপজেলা ভূমি কর্মকর্তা শামীম হোসেন।

ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রের বাইরে বিস্ফোরণ, ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নে বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ভোটাররা ভয়ে ছোটাছুটি শুরু করেন। আশপাশের কয়েকটি বাড়িতেও ভাঙচুর চলে।
আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আশরাফুল আলম বলেন, জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ভোট স্থগিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের তারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলামের সমর্থকেরা ব্যালট ছিনতাই করে নৌকা মার্কায় ভোট দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। এ কারণে সকাল সাড়ে ১০টার দিকে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা শাহীনূর ইসলাম প্রামাণিক এ তথ্য নিশ্চিত করেছেন।