• শুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪

নয়া জেএমবির আকাশ বাহিনীর খোঁজে জয়দেবপুরে অভিযান


প্রকাশিত: ১১:৪৭ এএম, ৮ অক্টোবর ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১০৫ বার

গাজিপুর থেকে মোস্তফা কামাল প্রধান  :  গাজীপুরে জঙ্গি আস্তানায় নয়া জেএমবির আকাশ বাহিনীর খোঁজে জয়দেবপুরের gagipur-gongi-www-jatirkhantha-com-bdদুই বাড়িতে র‌্যাবের অভিযান চলছে। গাজীপুরের হারিনাল এলাকার পশ্চিমপাড়ার আতাউর রহমানের এক তলা বাড়িতে এই  জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চলছে।

অন্যদিকে একই সন্দেহে এক কিলোমিটার দূরে পার্শ্ববর্তী নোয়া গাঁও পাতার টেক এলাকায় জনৈক ওসমানের বাড়িও পুলিশ ও ডিবি পুলিশ ঘিরে রেখেছে। গাজীপুর পুলিশ সুপার ও তার সহযোগীরা পাতার টেক এলাকার ওই বাড়ির চারপাশ অবস্থান করছেন। কাউন্টার টেরোরিজম ও সোয়াত বাহিনী বাড়িটিকে ঘিরে রেখেছে।

শনিবার ভোর থেকে জঙ্গি উপস্থিতির নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই দুই বাড়িতে অভিযান শুরু করা হয়। জানা গেছে, আতাউর রহমানের বাড়িতে সন্দেহভাজন দুই জঙ্গি পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তবে পুলিশের কোনো কর্মকর্তা তথ্যের সত্যতা নিশ্চিত করেননি। এলাকার কৌতুহলী জনতা ওই দুই বাড়ির আশপাশে ‍ভিড় জমিয়েছেন।

আরো জানা গেছে, আতাউর রহমান এক মাস আগে এক তলা একটি ভবন নির্মাণের পর ভবনের সবগুলো কক্ষ ভাড়া দেন। ওই বাড়ির একটি কক্ষে দুইজন ছাত্র থাকতেন। তাদেরকে জঙ্গি বলে সন্দেহ করা হচ্ছে। তিনি কালীগঞ্জ উপজেলার পুনসাইয়ের বাসিন্দা। তিনি আগে বিদেশ থাকতেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, আজ শনিবার ভোররাত থেকে পশ্চিমপাড়ায় আতাউর রহমানের বাড়িতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এই অভিযান চালাচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের অতিরিক্ত কমিশনার ছানোয়ার হোসেন জাতিরকন্ঠকে বলেন, নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডারসহ কয়েকজন ওই বাড়িতে রয়েছেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হচ্ছে। বাড়িটি ঘিরে রাখা হয়েছে। নব্য জেএমবির ঢাকা বিভাগীয় ওই কমান্ডারের সাংগঠনিক নাম আকাশ বলে তিনি জানিয়েছেন।