• সোমবার , ১৮ নভেম্বর ২০২৪

নয়ারহাটে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব


প্রকাশিত: ১০:৩৩ এএম, ১৬ জুলাই ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১০০ বার

22আশুলিয়া প্রতিনিধি :  আশুলিয়া থানার নয়ারহাট এলাকার একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব-৪ এর সদস্যরা। শনিবার দিবাগত রাত ১টার দিকে জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িটি ঘিরে ফেলে র‌্যাব।বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।

র‌্যাব-৪ সূত্র আরো জানায়, টিনশেড বাড়িটির ভেতরে একাধিক জঙ্গি দলের সদস্য অবস্থান করছে বলে ধারনা করা হচ্ছে।
সেখান থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে। তবে এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আশপাশের ভবনের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। জিঙ্গাসাবাদের জন্য বাড়ির মালিক ইব্রাহিমকে আটক করা হয়েছে।

রোববার সকাল ৬টার দিকে ওই বাড়ি থেকে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে ফের ৫-৭ রাউন্ড গুলি ও একটি গ্রেনেড ছোড়া হয়। জবাবে র‌্যাবের সদস্যরাও পাল্টা বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন।বাড়িটির ভেতরে ‘জঙ্গি দলের’ ৩-৪ জন সদস্য রয়েছে। মাইকে বাড়িটির ভেতরে থাকা ‘জঙ্গিদের’ আত্মসমর্পণ করার জন্য বার বার বলা হচ্ছে।
কিন্তু তারা এই আহ্বানে সাড়া না দিয়ে উল্টো গুলি ও গ্রেনেড ছুড়েছে। এ ঘটনায় র‌্যাব সদস্যরাও গুলি ছুড়তে বাধ্য হয়েছে।
ওই জঙ্গি বাড়ির আধা কিলোমিটার এলাকায় জুরে গণমাধ্যম কর্মী ও সর্বসাধারণদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেখানে শুধু মাত্র অভিযানে অংশগ্রহণকারী র‌্যাব সদস্যরা উপস্থিত রয়েছেন।