• শুক্রবার , ৩ জানুয়ারী ২০২৫

নৌ-ধর্মঘটে চাঁদপুর অচল


প্রকাশিত: ১২:০২ পিএম, ২১ এপ্রিল ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৬৫ বার

চাঁদপুর প্রতিনিধি :   নৌযান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে আজ বৃহস্পতিবার ভোর থেকে অচল হয়ে পড়েছে চাঁদপুর নৌবন্দর। চাঁদপুর থেকে সব নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।2

নৌযানশ্রমিকের ন্যূনতম মজুরি ১১ হাজার টাকা এবং সরকারি কর্মচারীদের মতো সুযোগ-সুবিধা বৃদ্ধি, নৌপথে অবৈধ চাঁদাবাজি, অবৈধ ইজারা বন্ধ, পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেলবিরোধী 1শিল্পনীতি বাতিলসহ বিভিন্ন দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে।

নৌ-ধর্মঘটের কারণে চাঁদপুর থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল, খুলনা, ভোলাসহ অন্তত ২০টি নৌপথে যাত্রীবাহী লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ করে শ্রমিকদের ডাকা ধর্মঘটের কারণে চাঁদপুর লঞ্চঘাটে আসা যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

যাত্রীরা অবিলম্বে নৌযানশ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করার দাবি জানিয়েছেন। নৌ-ধর্মঘটের কারণে চাঁদপুর নৌবন্দরে কর্মরত কয়েক শ শ্রমিক এখন বেকার।