• শনিবার , ২৫ জানুয়ারী ২০২৫

নেলসনে মাঠে নেমেই ভয়ংকর মাশরাফি


প্রকাশিত: ৫:৩১ এএম, ২৯ ডিসেম্বর ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৫৩ বার

স্পোর্টস রিপোর্টার  : নেলসmmmনে মাঠে নেমেই ভয়ংকর মাশরাফি। প্রথম ওভারেই উইকেট।  রিভিউ নষ্ট করার দুঃখটা পরের বলেই ভুললেন মাশরাফি। নেলসনের আকাশ থেকেও হারিয়ে গেল সোনালি হাসি! সকাল থেকেই গোমড়া মুখো শহর। তাপমাত্রা নেমে এসেছে ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসে। ক্রাইস্টচার্চের মতো এখানেও তাই খেলার শুরুটা হচ্ছে কনকনে হাওয়ার মধ্যে। এর মধ্যেই একটা সুখবর- টসে জিতেছেন মাশরাফি বিন মুর্তজা।

কন্ডিশনের কথা মাথায় রেখেই আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। চতুর্থ বলে মার্টিন গাপটিলকে আউটও করে দিয়েছেন মাশরাফি। বাংলাদেশ দলে পরিবর্তন তিনটিই। মুশফিকুর রহিমের জায়গায় অভিষেক হচ্ছে নুরুল হাসানের। বিশ্রাম দেওয়া হয়েছে পেসার মোস্তাফিজুর রহমানকে এবং অফ ফর্মের কারণে বাদ সৌম্য সরকার। তাদের জায়গায় স্যাক্সটন ওভালে অভিষেক হচ্ছে শুভাশিষ রায় ও তানবির হায়দারের।

ওদিকে টিম ম্যানেজার সাব্বির খানের সঙ্গে সকালেই স্থানীয় নেলসন হাসপাতালে স্ক্যান করাতে গেছেন মুশফিক। এই মুহূর্তে স্ক্যান চলছে। রিপোর্ট হাতে পাওয়ার পর বোঝা যাবে তাঁর হ্যামস্ট্রিংয়ের চোটের আসল অবস্থা।