• শনিবার , ২৫ জানুয়ারী ২০২৫

নেপিয়ারে টি২০ তে টাইগারদের বাজিমাত


প্রকাশিত: ১১:৫৬ পিএম, ২৭ ডিসেম্বর ২৩ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৫৫ বার

 


স্পোর্টস রিপোর্টার : নিউজিল‍্যান্ডের বিপক্ষে নিজেদের সবচেয়ে বড় জয়ের পর এবার টি ২০ তে অবশেষে বাজিমাত করল টাইগাররা। ১৯ বারের চেষ্টায় এই সফলতার মুখ দেখতে সক্ষম হয়েছে বাংলাদেশ। নেপিয়ারের ম্যাকলিন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বুধবার এই জয় পায় টাইগাররা। ৫ উইকেট হারিয়ে ৮ বল বাকি থাকতেই নিউজিল্যান্ডের করা ১৩৪ রান টপকে যায় বাংলাদেশ দল।

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ ম্যাচে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয় পেসার তানজিম হাসানের।সব মিলিয়ে এর আগে পর্যন্ত ১৭টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর মধ্যে বাংলাদেশের জয় পায় ৩টিতে এবং নিউজিল্যান্ডের জয় ১৪ ম্যাচে।