• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

নেত্রকোনায় শহীদ পরিবারে অর্থ সহায়তা’য় শায়েখে চরমোনাই


প্রকাশিত: ১১:২৫ পিএম, ২৬ আগস্ট ২০ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ২২১ বার

স্টাফ রিপোর্টার/নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় ট্রলার ডুবিতে শহীদ ১৮ পরিবারের মাঝে আজ বুধবার অর্থ সহায়তা প্রদান করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)।জানা গেছে, গত ৫ আগস্ট নেত্রকোনায় ট্রলার ডুবিতে শাহাদাতবরণকারী বাংলাদেশ মুজাহিদ কমিটি সিরতা ইউনিয়ন ছদর মাওলানা মাহফুজুর রহমান ও ইসলামী যুব আন্দোলন সিরতা ইউনিয়ন সভাপতি হাফেজ জহিরুল ইসলামসহ ১৮ জন শহীদের কবর জিয়ারত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে আজ মোমেনশাহী সদর উপজেলার ৫নং সিরতা ইউনিয়নের কোনাপাড়া গ্রামে গিয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)।

এসময় তার সাথে ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় শিক্ষা-সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কৃষি-শ্রমবিষয়ক সম্পাদক সম্পাদক ও ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, বাংলাদেশ মুজাহিদ কমিটি জেলা ছদর মাওলানা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু সাঈদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোমেনশাহী জেলা দক্ষিণ সভাপতি মাওলানা গোলাম মাওলা ভূঁইয়া, মোমেনশাহী উত্তর সভাপতি মাওলানা মামুনুর রশিদ, মহানগর সভাপতি মুফতি মুহাম্মদ ইয়াকুব, সদর উপজেলা সভাপতি ও বিগত জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী অধ্যাপক ডাঃ নাছির উদ্দিন, ইসলামী যুব আন্দোলন মোমেনশাহী মহানগর সভাপতি মাওলানা সাইফুল্লাহ মানসুর, মোমেনশাহী জেলা উত্তর সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ প্রমুখ। সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মাদ আবু সাঈদ শায়খে চরমোনাইর আগমনে এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।