• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

নেতৃত্বের কোন্দলে খুন হলো যুবলীগ নেতা বাবু


প্রকাশিত: ৪:৩০ পিএম, ১৭ সেপ্টেম্বর ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৮০ বার

বিশেষ প্রতিনিধি  :  নেতৃত্বের কোন্দলে খুন হলো যুবলীগ নেতা বাবু । বাবু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নাম্বার ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। আজ ভোরে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি 1এলাকায় গুলিবিদ্ধ যুবলীগের দুই কর্মীর মধ্যে একজন মারা গেছেন। শনিবার ভোর ৫টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিজবী হাসান বাবুর (৩৪) মৃত্যু হয়। মতিঝিল থানার ডিউটি অফিসার এসআই আইয়ুব যুবলীগ কর্মী বাবুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই আইয়ুব জানান, ‘শুক্রবার রাত ১১টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় বাবু ও ইমন নামে দুই যুবলীগ কর্মীকেঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাবুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে শনিবার ভোরে তার মৃত্যু হয়।এদিকে আরেক গুলিবিদ্ধ যুবলীগ কর্মী আহসানুল হক ইমন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

ইমনের ডান উড়ু ও পাঁজরে গুলির চিহ্ন এবং মাথায় কাটা জখমের চিহ্ন রয়েছে। অন্যদিকে বাবুর মুখের বাম দিকে গুলির চিহ্ন পাওয়া গিয়েছিল।বাবুর নিকট আত্মীয় রায়হান জানান, বাবুর বাবার নাম কালাম হাসান। বাবু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নাম্বার ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। দলীয় রাজনৈতিক কোন্দলের কারণে এই ঘটনা ঘটতে পারে।

এর আগে শুক্রবার রাত ১১টার দিকে মতিঝিলের এজিবি কলোনি এলাকায় যুবলীগের ১৯ নম্বর ওয়ার্ড অফিসের সামনে ইমন ও বাবু গুলিবিদ্ধ হন। ক্লাবের সামনে বসে থাকা অবস্থায় কয়েকজন দুর্বৃত্ত তাদের দিকে গুলি ছুড়ে পালিয়ে যায়।