নূর হোসেনের দরবারে ওবায়দুল-রিজভী..
স্টাফ রিপোর্টার : আজ শুক্রবার সকালে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় দুই নেতা গনতন্ত্র নিয়ে একে অপরের বিষোদগার করেন।
নূর হোসেনের দরবারে ওবায়দুল-রিজভী দাবি করেন সভা-সমাবেশ করা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সভা সমাবেশ করা আওয়ামী লীগের দেয়া দয়া নয়। তিনি বলেন, গণতন্ত্র আজ অবরুদ্ধ। সমাবেশ করা বিএনপির গণতান্ত্রিক অধিকার, আওয়ামী লীগের দেয়া দয়া নয়। সব রাজনৈতিক দলেরই সভা-সমাবেশ করার অধিকার রয়েছে।
এদিন সকালে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র চর্চা করে বলেই বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে সাথে নিয়ে অংশ নিতে চায় আওয়ামী লীগ।
১৯৮৭ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নূর হোসেন নিহত হন। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে এক অবিস্মরণীয় নাম শহীদ নূর হোসেন। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে রিজভী বলেন, ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। এজন্য দলের অঙ্গসংগঠনের নেতারা যৌথ সভা করেছেন। একটি জনসভা করার জন্য যে প্রস্তুতি থাকা দরকার, সেই স্বাভাবিক প্রস্তুতি নেয়া হচ্ছে। তিনি বলেন, আশা করছি সরকার এই সমাবেশ করার জন্য কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না।