• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

নূরুল ইসলাম রাজাকারকে পতাকা দিয়েছে হাসিনা


প্রকাশিত: ২:১৬ এএম, ২২ ডিসেম্বর ১৫ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৭৯ বার

SHEIKH_HASINAনিজস্ব প্রতিবেদক  : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের নাম দিয়ে নিজেদের ঘরে রাজাকার পুষছে।
সোমবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মুক্তিযোদ্ধা প্রতিনিধি সমাবেশে তিনি একথা বলেন।খালেদা জিয়া বলেন, সরিষা বাড়ির মাওলানা নূরুল ইসলাম রাজাকারকে পতাকা দিয়েছিল হাসিনা এবং তারাই যুদ্ধাপরাধী এবং রাজাকারদের মন্ত্রী বানিয়েছে। নিজেদের কথা তারা অতিসহজেই ভুলে যায়। কিন্তু জনগণ তা অতি সহজে ভুলে না।

মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, আপনারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দেখার জন্য, যেখানে থাকবে ন্যায়বিচার এবং সুশাসন। কিন্তু আজ দেশে সুশাসন এবং ন্যায়বিচার অনুপস্থিত। আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশে নৈরাজ্য চালাচ্ছে। বিএনপির এই নেত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে মুক্তযোদ্ধারা সঠিক সম্মান পায় না। বরং তারা আওয়ামী লীগের কাছ থেকে ধিক্কার পায়।

পৌর নির্বাচনের কথা উল্লেখ করে বেগম জিয়া বলেন, নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে পৌর নির্বাচন করতে সক্ষম নয়। তাই নির্বাচন সুষ্ঠু হতে হলে সেনা মোতায়েন করতে হবে। সেনা মোতায়েন ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না।