• শুক্রবার , ২২ নভেম্বর ২০২৪

নীলফামারী সৈয়দপুরে শীতার্তদের বসুন্ধরার কম্বল বিতরণ


প্রকাশিত: ৭:৪১ পিএম, ১৪ ডিসেম্বর ২১ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৯৮ বার

মঙ্গলবার দুপুর ১টায় দেশের শীর্ষস্থানীয় বসুন্ধরা গ্রুপের অর্থায়নে এবং কালের কণ্ঠ শুভসংঘের নীলফামারী জেলা শাখার আয়োজনে দুবাছুরী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৩০০ কম্বল বিতরণ করা হয়েছে।কম্বল পেয়ে ৮০ বছরের দেবী দাস বলেন, আমি গরিব মানুষ। আমার হাতে টাকা নাই পয়সা নাই। কম্বল কিনতে পারি না। শীতে অনেক কষ্ট হয়। দোয়া করি তোমাদের জইন্য, আমারে একখান কম্বল দিবার লাগে।

দেশের শীর্ষস্থানীয় বসুন্ধরা গ্রুপের অর্থায়নে এবং কালের কণ্ঠ শুভসংঘ নীলফামারী জেলা শাখার আয়োজনে মঙ্গলবার বিকালে পূর্ব খোকসাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩০০ কম্বল বিতরণ করা হয়েছে।দেশের শীর্ষস্থানীয় বসুন্ধরা গ্রুপের অর্থায়নে এবং কালের কণ্ঠ শুভসংঘ ডোমার উপজেলা শাখার আয়োজনে খাটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় এবং শীতার্তদের মাঝে ২০০ কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় এসব বিতরণ করা হয়। কম্বল পেয়ে ৭২ বছরের নতিবা বেগম বলেন, বেজায় শীত পরিছে বাবা। কম্বলটা দিবার লাগি মেলা দোয়া করি। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান ।

স্টাফ রিপোর্টার/নীলফামারী প্রতিনিধি: দেশের শীর্ষস্থানীয় বসুন্ধরা গ্রুপের অর্থায়নে এবং কালের কণ্ঠ শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে ৪০০ কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল পেয়ে ৬৫ বছরের মালেক মিয়া বলেন, মেলা খুশি হইলাম বাবা কম্বল পায়া। দোয়া করি তোমাদের জন্য, আল্লাহ ভালা করুক।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীম হুসাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকি, উপজেলা সমাজসেবা অফিসার নূর মোহাম্মদ,অধ্যক্ষ মো. হাফিজুর রহমান, অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, অধ্যক্ষ হাবিবুর রহমান, আনোয়ারুল ইসলাম, তোফাজ্জল হোসেনে লুতু, নাসিম রেজা শাহ, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠ জেলা প্রতিনিধি ভুবন রায় নিখিল, নিউজ২৪ জেলা প্রতিনিধি আব্দুর রশিদ শাহ প্রমুখ।