• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

নিয়োগ জালিয়াতির দায়ে শেরপুর আদালতের কর্মকর্তা কারাগারে


প্রকাশিত: ১:০২ পিএম, ১৭ মার্চ ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১১৪ বার

sss

শেরপুর প্রতিনিধি  :  শেরপুরে জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এ কে এম মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে জনবল নিয়োগে প্রতারণা ও আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। আদালতের নির্দেশে ১৬ মার্চ বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তারের পর সন্ধ্যায় তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, সম্প্রতি জেলা ও দায়রা জজ আদালতের কতিপয় পদে জনবল নিয়োগ করা হয়। এই নিয়োগে কোনো প্রার্থীর সঙ্গে প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসেনের প্রতারণা ও আত্মসাতের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

প্রাথমিকভাবে আদালতের কাছে তা প্রমাণিত হওয়ায় আদালত স্বপ্রণোদিত হয়ে বৃহস্পতিবার বিকেলে ‘কাস্টডি ওয়ারেন্ট’ মূলে মোশাররফকে কোর্ট পুলিশের কাছে সোপর্দ করেন। পরে আদালতের নির্দেশে তাঁকে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা কারাগারে পাঠানো হয়। পুলিশের কোর্ট ইন্সপেক্টর মো. বদিউজ্জামান মোশাররফকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।