• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

‘নিয়ম মেনেই নিজামীর ফাঁসি হবে’


প্রকাশিত: ৭:২৬ পিএম, ৬ মে ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৫১ বার

nigami-
স্টাফ রিপোর্টার  :   স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সব আইনি প্রক্রিয়া শেষ করেই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করা হবে।’ শুক্রবার বেলা ১১টায় ধানমন্ডির বাসভবনে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরে সরকার তাড়াহুড়ো করবে না। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিজামীর ফাঁসি কার্যকর করা হবে।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রইব্যুনালের পর সর্বোচ্চ আদালতও একই আদেশ বহাল রেখেছে। এখন তার একমাত্র বাঁচার উপায় রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা। কিন্তু তিনি প্রাণভিক্ষা চাইবেন কিনা তা তার নিজস্ব ব্যাপার। প্রাণভিক্ষা চাইলে কারা কর্তৃপক্ষকে তিনি অবহিত করবেন। আর আবেদন না করলে যা হবার তাই হবে।’

বৃহস্পতিবার নিজামীর আপিলের রায়ের বিরুদ্ধে করা পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে করে নিজামীর বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ রায় দেন। রায়ে রিভিউ আবেদন খারিজ হওয়ায় সব আইনি প্রক্রিয়া শেষ হলো। বাকি থাকল নিজামীর প্রাণভিক্ষার বিষয়টি।